পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রাজধানীর যাত্রাবাড়ী চৌরাস্তা এলাকায় বাসচাপায় ইমরান ভূঁইয়া (৪০) নামে এক লাইনম্যানের মৃত্যু হয়েছে। একই এলাকার জনপথ মোড়ে বাসের ধাক্কায় মো. মতিউর রহমান (৫২) নামে অপর আরেকজন মারা যান।
শুক্রবার (৮ মার্চ) সকাল সাড়ে ৭টা ও সকাল সাড়ে ১০টার দিকে পৃথক সময়ে দুর্ঘটনা দুটি ঘটে।
যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই মো. জাহাঙ্গীর ইসলাম বলেন, সকাল সাড়ে দশটার দিকে যাত্রাবাড়ী-ডেমরা সড়কে যাত্রীবাহী বাসের ধাক্কায় রাস্তায় ছিটকে পড়ে গুরুতর আহত হন ইমরান। পরে সেখান থেকে তাকে উদ্ধার করে বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়নাতদন্তের জন্য মরদেহটি ঢামেক মর্গে রাখা হয়েছে। এ ঘটনায় বাস জব্দ ও চালককে আটক করা হয়েছে বলেও জানান তিনি।
মৃত ইমরান কিশোরগঞ্জ জেলার করিমগঞ্জ উপজেলার মো. ছালেক ভূঁইয়ার ছেলে। বর্তমানে যাত্রাবাড়ী বিবির বাগিচা ১ নং গেট এলাকায় পরিবারের সঙ্গে থাকতেন।
অপরদিকে মতিউর রহমানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেন যাত্রাবাড়ী থানার উপ-পরিদর্শক এসআই ইকবাল হোসেন।
তিনি বলেন, মতিউর রহমান আদম জুট মিলে চাকরি করতেন। সকাল সাড়ে ৭টার দিকে সায়েদাবাদ জনপদ মোড় এলাকায় একটি বাসের ধাক্কায় ঘটনাস্থলে প্রাণ হারান তিনি। পরে আইনি প্রক্রিয়া শেষে মরদেহটি ময়নাতদন্তের জন্য দুপুরে ঢাকা মেডিক্যাল কলেজ মর্গে পাঠানো হয়েছে।
এসআই আরও বলেন, এ ঘটনায় বাসটি জব্দ করা হয়েছে। চালক পলাতক রয়েছে।
দুর্ঘটনায় নিহত মতিউর রহমান যশোর কোতোয়ালি উপজেলার বকচর গ্রামের আদিল উদ্দিনের ছেলে। বর্তমানে ওয়ারী জয় কালী মন্দির এলাকায় থাকতেন।