যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

যুক্তরাষ্ট্রে বন্দুকধারীর গুলিতে নিহত ২, আহত ৫

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: যুকরাষ্ট্রের রাজধানী ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় দুজনের প্রাণহানির ঘটনা ঘটেছে। এছাড়া এ হামলায় আহত হয়েছেন আরো পাঁচজন। স্থানীয় পুলিশের নির্বাহী সহকারী জেফরি ক্যারল এক্স হ্যান্ডেলে বলেছেন, ওয়াশিংটনের উত্তর-পশ্চিমাঞ্চলে বন্দুকধারীর গুলিতে এই হতাহতের ঘটনা ঘটে।

স্থানীয় সময় রোববার (১৭ মার্চ) এক প্রতিবেদনে খবরটি প্রকাশ করেছে তুর্কি সংবাদমাধ্যম আনাদোলু এজেন্সি।

পুলিশের বরাতে সংবাদমাধ্যমটি জানায়, ঘটনাস্থলেই দুই ব্যক্তি নিহত হয় ও পাঁচজন গুরুতর আহত হন। পরে আহতদের উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ সদস্যরা।

এখনো অভিযুক্ত ব্যক্তিকে গ্রেফতার করতে পারেননি পুলিশ সদস্যরা। তবে অভিযুক্তকে খুব শিগগিরই গ্রেফতার করা হবে বলে জানিয়েছেন ক্যারোল।

এদিকে গত ১৬ মার্চ দেশটির পেনিসিলভানিয়া অঙ্গরাজ্যে সৎ মা ও বোনসহ তিনজনকে হত্যা করে পালিয়ে যাওয়ার সময় ঘাতককে আটক করে স্থানীয় পুলিশ। গ্রেফতার হওয়া ওই যুবকের নাম আন্দ্রে গর্ডন (২৬)। আটকের আগে পেনিসিলভানিয়ায় পৃথক দুটি বাড়িতে ঢুকে সৎ মা ও বোনসহ তিনজনকে গুলি করে হত্যা করেন গর্ডন।

যুক্তরাষ্ট্রে এভাবে বন্দুকের গুলিতে হতাহতের ঘটনা বৃদ্ধি পাচ্ছে বলে গত জানুয়ারিতে ওয়াশিংটনে এসব অপরাধের হার কমাতে জননিরাপত্তা আইন পাস করে দেশটি।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *