যে কারণে পদত্যাগ করলেন মসজিদুল হারামের ইমাম

যে কারণে পদত্যাগ করলেন মসজিদুল হারামের ইমাম

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের মক্কা নগরীর পবিত্র মসজিদুল হারামের ইমাম ও খতিব ড. সৌদ আশ-শুরাইম পদত্যাগ করেছেন। কয়েক মাস পূর্বে তিনি পদত্যাগ করেন। তবে সম্প্রতি বিষয়টি আলোচনায় আসে। খবর হারামাইন শরিফাইন ও উম্মিদ নিউজের।

৩২ বছর ধরে মসজিদুল হারামের ইমাম ও খতিব হিসেবে দায়িত্ব পালন করার পর ২০২২ সালের অক্টোবর মাসে নিয়মিত ইমাম হিসাবে পদত্যাগ করেন শায়খ শুরাইম।

কয়েক বছর আগেও মসজিদুল হারামের দুজন ইমাম বিশ্বজুড়ে বিখ্যাত ছিলেন। তাঁদের একজন হচ্ছেন শায়খ আব্দুল রহমান আল সুদাইস। আর অপরজন হচ্ছেন শায়খ সৌদ আশ-শুরাইম। দৈনন্দিন নামাজ ও জুমার নামাজের পাশাপাশি রমজান মাসে তাঁরা তারাবির নামাজও পড়াতেন।

খবরে বলা হয়েছে, ব্যক্তিগত কারণ দেখিয়ে পদত্যাগ করেছেন শায়খ শুরাইম। তবে মসজিদুল হারামের ইমামের পদ থেকে সরে দাঁড়ালেও তারাবির নামাজের ইমাম হিসেবে সাময়িকভাবে দায়িত্ব পালনের সম্ভাবনা রয়েছে তাঁর ।

শায়খ শুরাইমের পদত্যাগের বিষয়ে এখনো আনুষ্ঠানিক কোন বক্তব্য দেয়নি পবিত্র দুই মসজিদের জেনারেল প্রেসিডেন্সি। যদিও এর আগে এ ধরনের ঘটনায় কখনো মন্তব্য করতে দেখা যায়নি জেনারেল প্রেসিডেন্সিকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *