রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

রমজানে বাজার নিয়ন্ত্রণে কঠোর ব্যবস্থা নেওয়ার নির্দেশ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: পবিত্র রমজান মাসকে সামনে রেখে নিত্যপ্রয়োজনীয় পণ্যের অবৈধ মজুদকারীদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার (৩ মার্চ) প্রধানমন্ত্রীর কার্যালয়ে জেলা প্রশাসক সম্মেলন-২০২৪ উদ্বোধনকালে তিনি এ নির্দেশনা দেন।

প্রধানমন্ত্রী বলেন, কিছু মজুতদার আছে যারা মালামাল পচে যায়, কিন্তু বাজারে পণ্য সরবরাহ করে না। এ ব্যাপারে কঠোর আইনগত ব্যবস্থা নেওয়া দরকার।

রোজার মাসে নিত্যপ্রয়োজনীয় পণ্য যাতে জনগণের কাছে সহজে পৌঁছাতে পারে সেজন্য মাঠ প্রশাসনকে বিশেষ মনোযোগ দিতে বলেছেন প্রধানমন্ত্রী।

তিনি বলেন, বাংলাদেশে মুদ্রাস্ফীতির হার এখনও ১০ শতাংশের মধ্যে রয়েছে, তবুও এটি একটি সমস্যা।

বাজার পরিস্থিতির ওপর নজরদারি বাড়াতে এবং ভোক্তারা যাতে হয়রানির শিকার না হন তা নিশ্চিত করতে কর্মকর্তাদের নির্দেশ দেন প্রধানমন্ত্রী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *