রাজধানীতে বছরের প্রথম ৮৫ দিনে ৩৪ খুন

রাজধানীতে বছরের প্রথম ৮৫ দিনে ৩৪ খুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীতে হঠাৎ বেপরোয়া হয়ে উঠেছে সন্ত্রাসী ও ছিনতাইকারীরা। চলতি বছরের প্রথম ৮৫ দিনে ৩৪ জন খুন হয়েছেন। গত বৃহস্পতিবার রাতে শাহজাহানপুরে ব্যস্ত সড়কে এক আওয়ামী লীগ নেতাকে গুলি করে হত্যার তিন দিন পর রবিবার ভোরে মিরপুরের শেওড়াপাড়ায় দুর্বৃত্তের ছুরিকাঘাতে এক দন্ত চিকিৎসক নিহত হন। এসব ঘটনায় সাধারণ মানুষের মধ্যে উদ্বেগ ও আতঙ্ক ছড়িয়ে পড়েছে।

নৃশংস হত্যার পাশাপাশি নারী নির্যাতন, ধর্ষণ, অপহরণ, মাদক কারবার, অজ্ঞান পার্টির দৌরাত্ম্য বাড়ছে। খুনের ঘটনার তথ্য-উপাত্ত বিশ্লেষণ করে পুলিশ জানায়, ব্যক্তিগত বিরোধ, পারিবারিক কলহ, আর্থিক লেনদেন, মাদক, সামাজিক আধিপত্য নিয়ে বিরোধ, জমিজমা দখল এবং কোথাও কোথাও রাজনৈতিক কারণে এসব হত্যাকাণ্ড ঘটেছে।

প্রতিটি খুনের ঘটনায় সংশ্লিষ্ট থানায় মামলা করা হয়। চাঞ্চল্যকর কিছু হত্যার রহস্য উদঘাটন করেছে আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনী। তবে একাধিক মানবাধিকারকর্মী বলেছেন, বেশির ভাগ ঘটনায় অপরাধীরা ধরা না পড়ায় উদ্বেগ-উত্কণ্ঠা দেখা যাচ্ছে।

অপরাধ ও সমাজ বিশ্লেষকরা বলছেন, শুধু সামাজিক, পারিবারিক, রাজনৈতিক ও ব্যক্তিগত বিরোধে খুনখারাবি ঘটছে, তা বলা যাবে না। আইন-শৃঙ্খলা রক্ষা বাহিনীর গাফিলতিও কিছুটা দায়ী। আছে বিচারের দীর্ঘসূত্রতা। দেশে আইন থাকা সত্ত্বেও এর সঠিক প্রয়োগ নেই। এতে অপরাধ করেও আইনের ফাঁকফোকর দিয়ে পার পেয়ে যাচ্ছে অপরাধীরা।

অপরাধ বৃদ্ধির কারণ জানতে চাইলে পুলিশের একাধিক কর্মকর্তা বলেন, এত দিন করোনার কারণে রাস্তায় মানুষের উপস্থিতি কম ছিল। এখন পরিস্থিতি স্বাভাবিক হওয়ায় মানুষের ব্যস্ততা বাড়ছে। মাদকসেবীর সংখ্যা বেড়েছে। রাজনৈতিক ও স্বার্থসংশ্লিষ্ট দ্বন্দ্বও রয়েছে। এসব কারণে অপরাধ কিছুটা বাড়ছে।

ডিএমপি সদর দপ্তরের এক কর্মকর্তা বলেন, রাজধানীতে আগে থেকে প্রতি মাসে ১২-১৩টি খুন হচ্ছে। এখনো একইভাবে খুন হচ্ছে। তবে এখন অপরাধের ধরন কিছুটা পরিবর্তন হয়েছে। ব্যক্তিগত বিরোধে হত্যাকাণ্ড ঘটছে বেশি।

হঠাৎ অপরাধ বৃদ্ধির কারণ জানতে চাইলে ডিএমপি কমিশনার মুহা. শফিকুল ইসলাম বলেন, বিচ্ছিন্নভাবে কিছু খুনের ঘটনা ঘটছে। ছিনতাই কিছুটা বেড়েছে। তবে সব ধরনের অপরাধ নিয়ন্ত্রণে চেষ্টা চলছে।

ডিএমপির গত দুই মাস ২৭ দিনের তথ্য বলছে, রাজধানীতে খুনসহ ছিনতাই, দস্যুতা, চাঁদাবাজি, গাড়ি চুরির মতো অপরাধ বেড়েছে। ডিএমপির আওতাধীন ৫০ থানায় হওয়া মামলার তথ্য বিশ্লেষণ করে অপরাধের এমন চিত্র পাওয়া গেছে।

ডিএমপির মাসিক অপরাধচিত্রের প্রতিবেদন অনুযায়ী, রাজধানীতে চলতি বছরের গত দুই মাস জানুয়ারি ও ফেব্রুয়ারিতে খুনসহ নানা অপরাধে পাঁচ হাজার ২৩টি মামলা করা হয়েছে। এর মধ্যে ২১টি খুনের মামলা, সাতটি ডাকাতির, ২৬টি দস্যুতার, ২৬টি ছিনতাই ও চাঁদাবাজির, ধর্ষণসহ অন্যান্য নারী নির্যাতনের ৩১১টি মামলা, সাতটি অপহরণ, গাড়ি চুরিসহ অন্যান্য চুরির অভিযোগে ৩৪৫টি মামলা অন্যতম।

ডিএমপির তথ্যে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে ৯ জন এবং ফেব্রুয়ারিতে ১২ জন খুন হন। আর চলতি মাসের প্রথম ২৭ দিনে খুন হন ১৩ জন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *