রিটার্ন বেড়েছে ৩৬% আয়কর ২৮.৩৮%

রিটার্ন বেড়েছে ৩৬% আয়কর ২৮.৩৮%

নিজস্ব প্রতিবেদক ● চলতি অর্থবছর ৩০ নভেম্বর পর্যন্ত সারাদেশে ব্যক্তি শ্রেণির আয়কর রিটার্ন দাখিল হয়েছে ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ জন করদাতা। যা গতবছরের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। আয়কর আহরণ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। গত বৃহস্পতিবার রাত পর্যন্ত করদাতারা রিটার্ন দাখিল ও কর প্রদান করেছেন। এছাড়া ৩০ নভেম্বর পর্যন্ত ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন করদাতা ই-টিআইএন নিবন্ধন করেছেন। সময় বৃদ্ধির আবেদন করেছেন ২ লাখ ৭৯ হাজার ৬২৬ জন করদাতা। যা গতবছরের চেয়ে ৮৪ দশমিক ১০ শতাংশ বেশি।

এনবিআর সূত্র জানায়, ২৪-৩০ নভেম্বর সারাদেশে সকল কর অঞ্চলে আয়কর সপ্তাহ পালিত হয়। যেখানে মেলার পরিবেশে মেলার মতই সকল কর সেবা প্রদান করা হয়। প্রতিবছরের মতো এবারও আয়কর সপ্তাহে করদাতারা বিপুল উৎসাহ, উদ্দীপনা ও কর্মচাঞ্চল্য নিয়ে স্ব-প্রণোদিত ও স্বতঃস্ফুর্তভাবে মেলার পরিবেশে সকল কর অঞ্চলে আয়কর রিটার্ন দাখিল করেছেন। করদাতারা ২০১৭-১৮ করবর্ষের আয়কর রিটার্ন জমাদানের পাশাপাশি নতুন করদাতারা ই-টিআইএন রেজিস্ট্রেশন ও রি-রেজিস্ট্রেশন করেছেন। ২৪-২৮ নভেম্বর সকাল থেকে রাত ৮টা পর্যন্ত রিটার্ন জমা ও করসেবা দেওয়া হয়।

২৯ ও ৩০ নভেম্বর সকাল থেকে গভীর রাত পর্যন্ত করদাতাদের রিটার্ন গ্রহণ ও অন্যান্য সেবা প্রদান করা হয়। ৩০ নভেম্বর ২০১৭ ছিল ব্যক্তি শ্রেণির করদাতাদের আয়কর রিটার্ন দাখিলের শেষ দিন। ৩০ নভেম্বর গভীর রাত পর্যন্ত সারাদেশে দাখিলকৃত আয়কর রিটার্নের সংখ্যা ১৫ লাখ ৫৬ হাজার ৬১৬ যা বিগত করবর্ষের একই সময়ের তুলনায় ৩৬ দশমিক ০১ শতাংশ বেশি। অর্থাৎ ৪ লাখ ১২ হাজার ১১৯টি রিটার্ন বেড়েছে।

আয়কর আহরণ হয়েছে ৪ হাজার ২৮১ কোটি ৩২ লাখ টাকা। যা গতবছরের একই সময়ের তুলনায় ২৮ দশমিক ৩৭ শতাংশ বেশি। অর্থাৎ ৯৪৬ কোটি ১১ লাখ টাকা বেশি। সময় বৃদ্ধির আবেদন করেছেন ২ লাখ ৭৯ হাজার ৬২৬ জন করদাতা। যা গতবছরের একই সময়ের তুলনায় ৮৪ দশমিক ১০ শতাংশ বেশি। অর্থাৎ গতবছরের একই সময়ের তুলনায় ১ লাখ ২৭ হাজার ৭৩৭ জন করদাতা বেশি সময় বৃদ্ধির আবেদন করেছেন।

সূত্র জানায়, ২৪ নভেম্বর থেকে ৩০ নভেম্বর পর্যন্ত আয়কর সপ্তাহে কর অঞ্চলে ৬ লাখ ৬০ হাজার ৩৬২ জন করদাতা রিটার্ন দাখিল ৮৭৫ কোটি ৪২ লাখ টাকার আয়কর প্রদান ও ৭ লাখ ১০ হাজার ৩০৬ জন সেবা নিয়েছেন। বিগত ৪ বছরে ই-টিআইএন পরিসংখ্যানে দেখা যায়, ২০১৪ সালে ৩০ জুন পর্যন্ত প্রথম বছর ১২ লাখ ৫০ হাজার ২৬৮ জন করদাতা ই-টিআইএন নিয়েছেন। ২০১৫ সালে ৩০ জুন পর্যন্ত নিয়েছেন ১৬ লাখ ৫৫ হাজার ৮০৮ জন। যা ২০১৪ সালের তুলনায় ৪ লাখ ৫ হাজার ৫৪০ জন বেশি। ২০১৬ সালের ৩০ জুন পর্যন্ত নিয়েছেন ১৯ লাখ ৭৯ হাজার ১৮৯ জন। যা ২০১৫ সালের তুলনায় ৩ লাখ ২৩ হাজার ৩৭৯ জন বেশি। ২০১৭ সালের ৩০ জুন পর্যন্ত নিয়েছেন ২৯ লাখ ২২ হাজার ৯১২ জন। যা ২০১৬ সালের তুলনায় ৯ লাখ ৪৩ হাজার ৭২৩ জন বেশি। আর ২০১৭ সালের ৩০ নভেম্বর পর্যন্ত নিয়েছেন ৩২ লাখ ৩৪ হাজার ৬৫৪ জন। যা ৩০ জুনের তুলনায় ৩ লাখ ১০ হাজার ৭১৫ জন বেশি।

 

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *