রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই

রেকর্ড বৃষ্টিতে টানা তৃতীয় দিনের মতো পানির নিচে দুবাই

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: রেকর্ড বৃষ্টিপাতের তৃতীয় দিনেও বিপর্যস্ত সংযুক্ত আরব আমিরাতের (ইউএই) বেশিরভাগ এলাকা। আকস্মিক বন্যায় বিশেষ করে দুবাই শহরের স্থবিরতা এখনও কাটেনি। বৃহস্পতিবার (১৮ এপ্রিল) সকাল পর্যন্ত বিশ্বের দ্বিতীয় ব্যস্ততম দুবাই আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম পুরোপুরি শুরু হয়নি। ব্রিটিশ বার্তা সংস্থা রয়টার্স এ খবর জানিয়েছে।

মঙ্গলবারের অস্বাভাবিক ঝড়বৃষ্টির ফলে হঠাৎ বন্যার কবলে পড়েছে ইউএই। পানির নিচে তলিয়ে গেছে দুবাই বিমানবন্দরের রানওয়ে। এর ফলে প্রায় বিমানবন্দরের কার্যক্রম ব্যাহত হয়। বেশিরভাগ ফ্লাইট বাতিল, পরিবর্তন ও বিলম্ব করা হয়।

বৃহস্পতিবার সকালে বিমানবন্দর কর্তৃপক্ষ জানায়, বিদেশিদের জন্য টার্মিনাল ১ এ অভ্যন্তরীণ ফ্লাইট চালু হলেও তা বিলম্ব হচ্ছে।

বিশ্বের বৃহত্তম এয়ারলাইন এমিরেটস জানিয়েছে, ৯ ঘণ্টা বিলম্বের পর, তারা দুবাইতে মধ্যরাতের যাত্রীদের সকাল ৯টা থেকে চেক ইনের কাজ পুনরায় শুরু করবে।

৭৫ বছরের মধ্যে রেকর্ড বৃষ্টিপাতের নজির দেখা গেল সংযুক্ত আরব আমিরাতে। বৃষ্টির ফলে সৃষ্ট হওয়া বন্যায় দুবাইয়ের বেশিরভাগ রাস্তাঘাট ডুবে যাওয়ায় দেখা দিয়েছে যানজট। অফিস ও বাড়িতে আটকা পড়েছে বেশিরভাগ মানুষ।

ইম্পেরিয়াল কলেজ লন্ডনের জলবায়ু বিজ্ঞানী কলিন কোলজা বলেছেন, মানবসৃষ্ট জলবায়ু পরিবর্তনের ফলে এ ধরনের বৃষ্টিপাতকে দায়ী করেছেন। তবে প্রযুক্তি ব্যবহার করে কৃত্রিম বৃষ্টি ঝরানোর বিষয়টি অস্বীকার করেছে মেঘ তৈরির সাথে জড়িত ইউএইর সরকারি সংস্থা।

রবিবার প্রতিবেশী ওমানে আঘাত হানে ঝড়টি। এতে সেখানে দেখা দেয় বন্যা অন্তত ২০ জন মারা যায়। ঝড়টি মঙ্গলবার ইউএইতে আঘাত হানে। এতে ভেসে যায় দুবাইসহ ইউএইর বেশিরভাগ এলাকা। এ পর্যন্ত একজনের মৃত্যুর খবর পাওয়া গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *