রোজায় নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি

রোজায় নিত্যপণ্যের দাম কমানোর আহ্বান জানালেন এফবিসিসিআই সভাপতি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রমজান মাসে নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম কমানোর অনুরোধ জানিয়েছেন এফবিসিসিআইয়ের সভাপতি মোঃ জসিম উদ্দিন।

আজ রোববার (১২ ফেব্রুয়ারি) দুপুরে রমজান উপলক্ষে পণ্যের আমদানি, মজুদ, সরবরাহ ও মূল্য পরিস্থিতি নিয়ে মতবিনিময় সভায় এই অনুরোধ জানান এফবিসিসিআই সভাপতি।

মোঃ জসিম উদ্দিন বলেন, বাংলাদেশ উন্নত থেকে স্মার্ট যুগে প্রবেশ করছে। এই স্মার্ট বাংলাদেশে চুরি চলবে না। মাল বিক্রি করলে চালান অবশ্যই দিতে হবে। সভায় দেশের বিভিন্ন শ্রেণীর ব্যাবসায়ীরা উপস্থিত ছিলেন।

সভায় ব্যবসায়ীরা জানান, এবার রমজানে নিত্যপ্রয়োজনীয় দ্রব্যের সংকট হবে না।

মতবিনিময় সভায় নিত্যপণ্য আমদানিকারক, পাইকারি ও খুচরা ব্যবসায়ীরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *