রোযার হুকুম

রোযার হুকুম

মুফতি রিয়াজুল ইসলাম : ইসলামের মূল পাঁচ ভিত্তির একটি হলো রমজান মাসের রোজা। মুসলমানদের প্রিয় মাস ” মাহে রমজান “। সর্বসেরা মাসও এটি। এই রমজান আসে মুমিনের জন্য রহমত, মাগফিরাত ও নাজাতের বার্তা নিয়ে। এই রমজান আসে রহমতে পরিপূর্ন করে দিতে। একটি মানুষকে নিষ্পাপ বানিয়ে দিতে। রমজানে মহান আল্লাহ তায়ালার পক্ষ থেকে বান্দার জন্য থাকে অনেক অফার। মহান মনীবের নৈকট্য অর্জনের অন্যতম মাধ্যম এই রমজানের রোজা। তাই সকল মুমিন, মুসলমান এই মাসটির অপেক্ষায় থাকে।

রমজান মাসের রোজা মুসলমানদের জন্য ফরজ। আমরা যেন আল্লাহ ভীতি অর্জন করতে পারি সে জন্য এই রমজানের রোজা ফরজ করা হয়েছে। এই রোজা আমাদের পূর্ববর্তীদের উপর ও ফরজ ছিলো। আল্লাহ তায়ালা বলেন, “হে মুমিনগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে, যেভাবে ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর ।যাতে তোমরা তাকওয়া অবলম্বন করতে পার ।(সূরা বাকারা:১৮৩)
আরো এরশাদ হয়েছে-”তোমাদের মধ্যে যে (রমযান) মাসকে পায়, সে যেন রোযা রাখে” (বাকারা ১৮৫)

হযরত সালমান (রাঃ) হতে বর্ণিত আছে, তিনি বলেন প্রিয় নবীয়ে করীম (সাঃ) শাবানের শেষ তারিখে আমাদেরকে নসীহত করেছেন যে, তোমাদের মাথার উপর এমন একটি মর্যাদাশীল মুবারক মাস ছায়া স্বরূপ আসছে, যার মধ্যে শবেকদর নামে একটি রাত্রি আছে, যা হাজার মাস হতেও উত্তম। আল্লাহ তায়ালা সে মাসের রোযা তোমাদের উপর ফরয করেছেন এবং রাত্রি জাগরণ অর্থাৎ তারাবি পড়াকে তোমাদের জন্য পুণ্যের কাজ করেছে। যে ব্যক্তি এ মাসে কোন নফল কাজ আদায় করল, সে যেন রমযানের বাইরে একটি ফরয আদায় করল। আর যে এমাসে একটি ফরয কাজ আদায় করল, সে যেন অন্য মাসে সত্তরটি ফরয আদায় করল।

আবদুল্লাহ বিন উমার (রাঃ) থেকে বর্ণিত হয়েছে, আমি রাসুলুল্লা (সা:)কে বলতে শুনেছিলাম, “ইসলামের ভিত্তি পাঁচটি স্তম্ভের উপর স্থাপিত। এ ব্যাপারে সাক্ষ্য দেওয়া যে আল্লাহ তায়ালা ছাড়া কোন ইলাহ নেই এবং মুহাম্মাদ (সা:) তাঁর রাসুল, সালাত কায়েম করা, যাকাত দান করা, হজ করা এবং রমযান মাসে সিয়াম পালন করা।”(বুখারি –কিতাবুল ঈমান, হাদিস ৮; মুসলিম – কিতাবুল ইমান, হাদিস ১৬/২১)

মুসলিম উম্মাহর ঐক্যমত পোষণ করেছেন যে, রমযানের রোযা ফরজ। যে তা অস্বীকার করবে সে কাফের। রোযার হুকুম দুই ধাপেএসেছে।প্রথমে রোযা রাখা ও না রাখার অনুমতি ছিল।তবে রোযা রাখা উত্তম  ছিল। দ্বিতীয় ধাপে রোযা রাখা আবশ্যক করা হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *