রোহিঙ্গাদের ত্রাণ দিলেন সাইয়্যিদ মাহমুদ মাদানি

রোহিঙ্গাদের ত্রাণ দিলেন সাইয়্যিদ মাহমুদ মাদানি

নূরুল আলম ● বুধবার দিনভর ত্রাণকাজে সরাসরি নিজে যুক্ত থেকে ত্রাণ বিতরণ করেছেন জমিয়তে উলামা হিন্দের সেক্রেটারী জেনারেল, ফেদায়ে মিল্লাত,আমীরুল হিন্দ, আওলাদে রাসুল,মাওলানা আসআদ মাদানী রাহিমাহুল্লাহ আলাইহির সুযোগ্য সাহেবজাদা সাইয়্যিদ মাহমুদ মাদানী।

ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ ও জমিয়তে উলামা হিন্দের তত্ত্বাবধানে ত্রাণ

বাংলাদেশ জমিয়তুল উলামার ঢাকা মহানগরীর সাধারণ সম্পাদক মাওলানা সদরুদ্দীন মাকনুন জানান, হযরত মাহমুদ মাদানী কলকাতা থেকে মঙ্গলবার সকাল নয়টায় জেট এয়ারে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নামেন। রোহিঙ্গা শিবির পরিদর্শন ও ত্রাণ প্রদানের জন্য সোয়া একটার ফ্লাইটে তিনি কক্সবাজারে আসেন।

22046035_359590187796734_7649186902953120787_n

জমিয়তে উলামা হিন্দ ও আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ পরিচালিত ইসলাহুল মুসলিমীন পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে দীর্ঘ মেয়াদি ত্রাণ কার্যক্রমের সূচনা করা হয় বলে জানিয়েছেন মাওলানা সদরুদ্দীন মাকনুন। হযরত মাহমুদ মাদানীর সঙ্গে কাফেলায় আছেন ভারত থেকে আসা মাওলানা আহমদ আবদুল্লাহ, মাওলানা হাকিমুদ্দীন কাসেমী, সিলেট ইকরার প্রধান মুফতি রশিদ আহমদ মকবুল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের সহকারী অধ্যাপক হোসাইনুল বান্না, মাওলানা সদরুদ্দীন মাকনুন, মাওলানা শফিকুল ইসলাম, মাওলানা আবদুল্লাহ শাকির প্রমুখ।

21766868_359590214463398_1706605887001000548_n

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *