রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

রোহিতের সেঞ্চুরিতে ইংল্যান্ডকে উড়িয়ে দিলো ভারত

ক্রীড়া ডেস্ক : ১৯তম ওভার শুরু হলো অনেক উত্তেজনা নিয়ে। হবে তো?

ম্যাচ নিয়ে উত্তেজনা শেষ বহু আগে। ৭ উইকেট হাতে রেখে জয় থেকে মাত্র ৯ রান দূরে ভারত। সবার আগ্রহ তখন রোহিত শর্মাকে ঘিরে। ৯৫ রানে অপরাজিত রোহিত কি পাবেন সেঞ্চুরি—এটাই তখন আগ্রহ জন্মাচ্ছে।

প্রথম বলেই চার মেরে দূরত্বটা এক রানে আনলেন। পরের বলেই সিঙ্গেল, মাত্র দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে টি-টোয়েন্টিতে তিনটি সেঞ্চুরি পেয়ে গেলেন ভারতীয় ওপেনার। ম্যাচের হিসাব–নিকাশ হার্দিক পান্ডিয়া চুকালেন পরের বলেই, ছক্কা মেরে। ৮ বল হাতে রেখে ম্যাচ জিতে নিল ভারত। ৭ উইকেটের এ জয়ে সিরিজও ২-১ ব্যবধানে জিতে নিল সফরকারীরা।

১৯৯ রানের লক্ষ্যে উড়ন্ত সূচনা করেছে ভারত। মাত্র ২১ রানে শিখর ধাওয়ানের ফিরে যাওয়াও ৬ ওভারে ৭০ রান তোলায় বাধা হতে পারেনি। এর মধ্যেই ফিরে গেছেন লোকেশ রাহুলও। কিন্তু রোহিত ও বিরাট কোহলির এতে কিছু আসে যায়নি। এ দুজনের ঝড়ে ১০ম ওভারে ১০০ আর ১৪তম ওভারের শুরুতেই দেড় শ ছুয়ে ফেলেছে ভারত। দেড় শ পেরোনোর পরই ক্রিস জর্ডানের দারুণ এক ক্যাচে কোহলি ফিরেছেন। ২৯ বলে ২ চার ও ২ ছক্কা মারা কোহলি ফিরেছেন ফিফটির সুবাস পেতে পেতে (৪৩ রান)।

অধিনায়ক ফিরে যাওয়ার পর বাকি কাজটা দারুণভাবেই সামলে নিয়েছেন পান্ডিয়া। মাত্র ১৪ বলে ৩৩ রান করার পথে কোহলির চেয়ে দুটি চার বেশিই মেরেছেন পান্ডিয়া। অন্যদিকে রোহিত তো ছিলেনই। কলিন মানরোর পর দ্বিতীয় ব্যাটসম্যান হিসেবে তৃতীয় আন্তর্জাতিক টি-টোয়েন্টি সেঞ্চুরি করার পথে ১১টি চার ও ৫ ছক্কা মেরেছেন রোহিত।

অথচ ইনিংসের প্রথম ভাগে ইংল্যান্ডই ম্যাচটা জিতবে বলে মনে হচ্ছিল। ৮ ওভারের মধ্যেই ৯৪ রানের উদ্বোধনী জুটি। ৯ ওভার পেরোতেই এসেছে ১০০ রান। কিন্তু জেসন রয় (৩১ বলে ৬৭, ৪ চার ও ৭ ছক্কা) ও জস বাটলারের (২১ বলে ৩৪) পর ইনিংসের রাশ কেউ নিজের হাতে নিতে পারেননি। শেষ ৫ ওভারে ৪৮ রানের বেশি করতে না পারার ব্যর্থতাই ডুবিয়েছে ইংল্যান্ডকে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *