শাওয়ালের রোজায় বছরব্যাপী পুণ্যের সুযোগ : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : রমজানের রোজা আদায়ের ক্ষেত্রে আমাদের যেসব ভুল-ত্রুটি হয়েছে সেগুলো আদায়ের জন্যেই আল্লাহ তাআলা শাওয়ালের ছয় রোজা কাফ্ফারা হিসাবে দিয়েছেন বলে মন্তব্য করেছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, হাদিসে এসেছে, যে ব্যক্তি রমজান মাসের রোজা রাখলো, এবং এরপরে শাওয়াল মাসে ৬টি রোজা রাখল সে যেন সারা বৎসর রোজা রাখল। আর হাদিসে আমলের যে সব সওয়াবের কথা এসেছে এইগুলো হলো সর্বনিম্ন পরিমাণ। সর্বোচ্চ পরিমাণ ব্যক্তির নিয়তের উপর নির্ভরশীল।

রাজধানীর খিলগাঁও ইকরা বাংলাদেশ কমপ্লেক্সের জামে মসজিদে জুমুআর বয়ানে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

আল্লামা মাসঊদ বলেন, রমজান তো আমাদের মাঝ থেকে চলে গেছে। এখন যে ব্যক্তি রমজানের আশায়, অপেক্ষায় দিন গুণতে থাকবে, এবং এই রমজানে যে সমস্ত ভুল-ত্রুটি হয়েছে আগামী রমজানে এসব হবে না বলে সংকল্প করে থাকে, তাহলে যখন রমজান আসবে তখন সে পুরো বৎসর রেজা রাখার সওয়াব পাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *