পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শহীদ বুদ্ধিজীবী সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন এর সন্তান সাংবাদিক ও প্রজন্ম’৭১ এর সাবেক সভাপতি শাহীন রেজা নূর আর নেই (ইন্নালিল্লাহি…রাজিউন)। তিনি অগ্ন্যাশয় এর ক্যান্সারে ভুগছিলেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৬ বছর।
পরিবারসূত্রে জানা গেছে, শনিবার (১৩ ফেব্রুয়ারি) ১০টা ৪০ মিনিটে (বাংলাদেশ সময়) কানাডার ভ্যাংকুভারে একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
শাহীন রেজা নূরের জন্ম ১৯৫৪ সালের ২১ সেপ্টেম্বর, মাগুরা জেলার শালিখা থানার শরশুনা গ্রামে। পিতা শহীদ সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন এদেশের সাংবাদিকতা জগতে এক উজ্জ্বল নক্ষত্র। তিনি দৈনিক ইত্তেফাকের সাবেক সাবেক বার্তা ও কার্যনির্বাহী সম্পাদক ছিলেন। ১৯৭১ সালের ১০ ডিসেম্বর পাক হানাদার বাহিনীর সদস্য ও তাদের এ দেশীয় দোসর আলবদর ও আল শাম্সদের সহযোগিতায় যে বুদ্ধিজীবী নিধনযজ্ঞ শুরু হয়, তার নির্মম শিকার হন সাংবাদিক সিরাজুদ্দীন হোসেন।
/এএ