শাহ আমানতে উদ্ধার প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ

শাহ আমানতে উদ্ধার প্রায় ১০ কোটি টাকার স্বর্ণ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : শুল্ক গোয়েন্দা কর্মকর্তারা চট্টগ্রামের শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দরে একটি উড়োজাহাজে তল্লাশি চালিয়ে ১৫০টি স্বর্ণের বার উদ্ধার করেছেন।

সোমবার (২২ ফেব্রুয়ারি) সকালে আবুধাবি থেকে আসা বাংলাদেশ বিমানের বিজি-১২৮ ফ্লাইট থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থা (এনএসআই), এয়ারপোর্ট কাস্টম ও কাস্টম গোয়েন্দারা যৌথভাবে অভিযান চালিয়ে স্বর্ণের বারগুলো উদ্ধার করেন।

শাহ আমানত আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমের উপকমিশনার রোকসানা খাতুন এতথ্য নিশ্চিত করেছেন।

তিনি জানান, উড়োজাহাজের দুটি আসনের নিচ থেকে স্বর্ণের ১৫০টি বার উদ্ধার করা হয়েছে, যার ওজন ১৭ কেজি ৫৫ গ্রাম। এগুলোর বাজারমূল্য ৯ কোটি ৯৬ লাখ টাকা বলে জানান তিনি।

স্বর্ণের বারগুলো এয়ারপোর্ট কাস্টমের অধীনে রয়েছে বলে জানান তিনি।

/এএ

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *