শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি, রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবি, রংপুরে শিক্ষার্থীদের বিক্ষোভ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : স্বাস্থ্যবিধি মেনে রোকেয়া বিশ্ববিদ্যালয়সহ রংপুরের সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়ার দাবিতে সোমবার (২৪ মে) রংপুর প্রেস ক্লাবের সামনে মানববন্ধন ও বিক্ষোভ করেছে শিক্ষার্থীরা।

এতে রোকেয়া বিশ্ববিদ্যালয়ের, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, ঢাকা বিশ্ববিদ্যালয়, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়সহ বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা অংশ নেয়।

সমাবেশে বক্তব্য দেন বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আল আমিন, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের নয়ন চন্দ্র শীল, ঢাকা বিশ্ববিদ্যালয়ের আব্দুল হান্নান, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের খালেকুল হকসহ অন্যান্য শিক্ষার্থীরা।

তারা বলেন, দেড় বছর ধরে করোনা সংক্রমণের নামে বিশ্ববিদ্যালয় বন্ধ রেখে তাদের শিক্ষা জীবন ধ্বংসের দ্বারপ্রান্তে নেওয়া হয়েছে। এমনিতেই বিশ্ববিদ্যালয়গুলোতে সেশনজট রয়েছে, তার উপর তাদের ঘাড়ে আরও দেড় বছর চাপিয়ে দেওয়া হয়েছে।

তারা বলেন, ‘আমরা নিম্নবিত্ত ঘরের সন্তান। আমাদের বাবা-মায়ের অত টাকা নেই বছরের পর বছর এভাবে আমাদের বসিয়ে রাখবে। এমন অবস্থায় আমরা সকল স্বাস্থ্যবিধি মেনে লেখাপড়া করতে চাই। এজন্য অবিলম্বে সকল শিক্ষাপ্রতিষ্ঠান খুলে দেওয়া হোক।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *