শিক্ষার্থীদের মান-উন্নয়নে যত্নশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

শিক্ষার্থীদের মান-উন্নয়নে যত্নশীল হওয়ার পরামর্শ প্রধানমন্ত্রীর

নিজস্ব প্রতিবেদক ● শিক্ষার্থীদের মান-উন্নয়নে শিক্ষকদের আরও বেশি যত্নশীল হওয়ার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শনিবার বেলা ১২টায় প্রধানমন্ত্রীর সরকারি বাসভবন গণভবনে জুনিয়র স্কুল সার্টিফিকেট (জেএসসি) ও জুনিয়র দাখিল সার্টিফিকেট (জেডিসি) পরীক্ষার ফল প্রকাশকালে তিনি এ আহ্বান জানান।

এ সময় মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষাবোর্ডগুলোর প্রধানরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার হাতে জেএসসি ও জেডিসি পরীক্ষার ফলাফল তুলে দেন। এবার জেএসসি ও জেডিসি পরীক্ষায় পাসের হার ৮৩.৬৫ শতাংশ। জিপিএ-৫ পেয়েছে ১ লাখ ৯১ হাজার ৬২৮ জন পরীক্ষার্থী।
অনুষ্ঠানে শিক্ষার্থীদের মান-উন্নয়নের আহ্বান জানিয়ে প্রধানমন্ত্রী বলেন, ‘আমাদের শিক্ষার্থীরা তো ফেল করবে না, কারণ তাদের যথেষ্ট মেধা রয়েছে। সেই মেধার বিকাশ ঘটাতে হবে।’

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *