শীতে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮

শীতে কাঁপছে উত্তরের জনপদ, সর্বনিম্ন তাপমাত্রা ৭.৮

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত কয়েকদিনে উত্তরের জেলাগুলোতে তাপমাত্রা কমছে। সন্ধ্যার পর নামছে ঘোর কুয়াশা। সেই সঙ্গে বাড়ছে শীতের তীব্রতা।

বুধবার (৩ জানুয়ারি) রংপুর বিভাগের প্রধান আবহাওয়াবিদ মোস্তাফিজুর রহমান জানান, আজ সকাল ৬টায় রংপুরে ১১.৯, তেঁতুলিয়ায় ৭.৮, কুড়িগ্রামে ১০.৫, দিনাজপুরে ৯.৬, নীলফামারীতে ১০.২,গাইবান্ধায় ১২.৩, লালমনিরহাটে ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাাত্রা রেকর্ড করা হয়েছে।

রংপুর বিভাগীয় আবহাওয়া দফতরের তথ্যমতে, তাপমাত্রা আগামী কয়েকদিন নিম্নমুখী থাকবে।

এদিকে, গতকাল মঙ্গলবার রংপুরে ১২.১, তেঁতুলিয়ায় ১০.৯, কুড়িগ্রামে ১২.৮, দিনাজপুরে ১০.০, সৈয়দপুরে ৯.০, নীলফামারীর ডিমলায় ১১.৫, গাইবান্ধায় ১২.৫, লালমনিরহাট ১২.৩ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

লালমনিরহাটের স্থানীয় বাজারগুলো ঘুরে দেখা গেছে, সন্ধ্যার পরপরই ফাঁকা হয়ে যাচ্ছে। দোকানিরাও বন্ধ করে ফেলছেন আগে আগেই।

বিকাশ নামের মোটরসাইকেল গ্যারেজের এক মালিক জানান, তার দোকানে প্রতিদিন ৫০ থেকে ৭০টি মোটরসাইকেল মেরামতসহ অন্যান্য কাজ করাতে নিয়ে আসে। তবে এই শীতে ১০টিও আসছে না।

নির্বাচনের কারণে কমে গেছে শীতের বস্ত্র বিতরণ। সরকারিভাবে কিছু বস্ত্র বিতরণ হলেও সেটা খুব বেশি নয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *