শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সরাসরি বাস চলাচল

শুক্রবার থেকে আবারও চালু হচ্ছে বাংলাদেশ-ভারত সরাসরি বাস চলাচল

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : করোনাভাইরাস মহামারির কারণে দুই বছরের বেশি সময় ধরে বন্ধ থাকার পর শুক্রবার (১০ জুন) থেকে বাংলাদেশ ও ভারতের মধ্যে সরাসরি বাস চলাচল শুরু হচ্ছে।

বৃহস্পতিবার (৯ জুন) বাংলাদেশ সড়ক পরিবহন করপোরেশনের (বিআরটিসি) চেয়ারম্যান তাজুল ইসলামের বরাত দিয়ে এক প্রতিবেদনে এ খবর জানায় ইংরেজি গণমাধ্যম ডেইলি স্টার।

তাজুল ইসলাম বলেন, ‍“ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা রুট ছাড়া বাকি ৪টি রুটে আগামীকাল থেকে বাস সেবা পুনরায় চালু হবে এবং আগামীকাল সকাল ৭টায় প্রথম বাসটি মতিঝিল থেকে ছেড়ে যাবে।”

পঞ্চম রুট নিয়েও আলোচনা চলছে এবং শিগগিরই ওই রুটেও বাস চলাচল আবার শুরু হবে বলে জানান তিনি।

বিআরটিসির অপারেটর শ্যামলী এনআর ট্রাভেলসের ব্যবস্থাপনা পরিচালক শুভঙ্কর ঘোষ রাকেশ বলেন, “১০ জুন থেকে আমরা পুনরায় বাস সেবা শুরু করতে যাচ্ছি। আমরা পুনরায় সেবা চালু করতে প্রস্তুত আছি।”

উল্লেখ্য, ২০২০ সালের মার্চে বাংলাদেশে করোনাভাইরাসের সংক্রমণ শুরুর পর বাস ও রেল সেবা স্থগিত করা হয়। বাস সেবা স্থগিত করার আগে ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-কলকাতা-ঢাকা, ঢাকা-সিলেট-শিলং-গুয়াহাটি-ঢাকা, আগরতলা-ঢাকা-কলকাতা-আগরতলা এবং ঢাকা-খুলনা-কলকাতা-ঢাকা এই ৫টি আন্তঃসীমান্ত রুটে বাস চলাচল করত।

এর আগে, গত ২৯ মে দুই প্রতিবেশী দেশের মধ্যে পুনরায় রেল যোগাযোগ চালু হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *