শেষ মুহূর্তের কাজ চলছে দেশের প্রথম ১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে

শেষ মুহূর্তের কাজ চলছে দেশের প্রথম ১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: আধুনিক নির্মাণশৈলি ও নান্দনিকতায় তৈরি দেশের প্রথম ১৪ লেনের পূর্বাচল এক্সপ্রেসওয়েতে চলছে শেষ মুহূর্তের সৌন্দর্যবর্ধনের কাজ। কুড়িল-পূর্বাচল লিংক রোড পাড়ি দিতে সময় লাগবে মাত্র আট থেকে দশ মিনিট। বিশেষজ্ঞরা বলছেন, এ সড়ক চট্টগ্রাম, সিলেট ছাড়াও আশপাশের জেলার সঙ্গে ঢাকার নিরবচ্ছিন্ন যোগাযোগের পথ তৈরি করবে। এ পথ রাজধানীতে আনবে নতুন গতি।

কুড়িল থেকে পূর্বাচলের শেষ প্রান্ত প্রায় সাড়ে ১২ কিলোমিটার। মাঝের আটটি লেন এক্সপ্রেসওয়ে। ছয়টি লেন সার্ভিস রোড। পাখির চোখে দেখলে নজর আটকে যাবে পাঁচটি এ্যাডগ্রেডইন্টার সেকশনে। নান্দনিকতা আরও বাড়িয়ে দিয়েছে বালু নদীর ওপর ছটি সেতু। আর নজর কাড়বে কুড়িল থেকে দুই পাশে ১০০ ফিট খাল।

রাজধানীর প্রগতি সরণি ও বিমানবন্দর সড়কের সঙ্গে পূর্বের ইস্টার্ন বাইপাসকে সংযুক্ত করেছে এই সড়কটি। অত্যাধুনিক এক্সপ্রেসওয়েতে থাকবে না কোনো ধরনের স্টপওভার পয়েন্ট, সিগন্যালিং সাইন কিংবা অন্য কোনো প্রতিবন্ধকতা। ছোট, মাঝারি ও বড় সব ধরনের যানবাহন চলবে আপন গতিতে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *