পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকার শ্যামপুরে ঘরে জমে থাকা গ্যাস বিস্ফোরণে তিনজন দগ্ধ হয়েছে।
মঙ্গলবার ভোরে তাদেরকে ভর্তি করা হয়েছে জাতীয় বার্ন ও প্লাস্টিক সার্জারি ইনস্টিটিউটে।
দগ্ধদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন ইনস্টিটিউটের জরুরি বিভাগের আবাসিক চিকিৎসক তারিকুল ইসলাম।
তিনি বলেন, জামাল, তুষার ও জামিল নামের তিনজনকে দগ্ধ অবস্থায় আনা হয়েছে। তাদের মধ্যে ৫০ বছর বয়সী জামালের শরীরের ৭৫ শতাংশ, তুষারের শরীরের শতভাগ এবং জামিলের শরীরের ৫৫ শতাংশ দগ্ধ হয়েছে।
“তাদের অবস্থা খুব খারাপ। সবাই মারাত্মকভাবে দগ্ধ হয়েছেন।”
দগ্ধ তুষারের ভাই দিপু বলেন, রাত পৌনে ৩টার দিকে শ্যামপুর সাততলা নীল ভবনের ৭ তলায় তুষারের ঘরে জমে থাকা গ্যাসে আগুন ধরে যায়। এতে তারা তিনজন দগ্ধ হয়।
“ওই ভবনেরই ছয় তলায় থাকেন জামাল, আর জামিলের বাসা বাগানবাড়ি। তারা দুইজন তুষারের রুমে রাতে আড্ডা দিচ্ছিলেন। আগুন লাগলে তারা তিনজনই দগ্ধ হয়।”
জামিলের বাবা ইকবাল হোসেন বলেন, কোনো বিস্ফোরণ হয়েছে কি না তা তিনি জানেন না।
“রাত পৌনে ৩টার দিকে খবর পেয়ে আমি ওই বাসায় গিয়েছি। গিয়ে দেখি, এলাকার আরও লোকজন সেখানে জড়ো হইছে। আমরা তাড়াতাড়ি তাদের হাসপাতালে নিয়া আসি। কীভাবে আগুন লাগছে তা বলতে পারব না।”
ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কল সেন্টারের মমিনুল হক বলেন, “শ্যামপুরে আগুন বা বিস্ফোরণের কোনো খবর আমরা পাইনি।”