সন্ত্রাসবাদের সমর্থক ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

সন্ত্রাসবাদের সমর্থক ইরান : মার্কিন পররাষ্ট্রমন্ত্রী

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ইরান সন্ত্রাসবাদের সমর্থক বলে মন্তব্য করেছেন মার্কিন পররাষ্ট্রমন্ত্রী মাইক পম্পেও। সিবিএস’কে দেয়া এক সাক্ষাৎকারে সিরিয়া ও ইরান প্রসঙ্গে নিজের দৃষ্টিভঙ্গি তুলে ধরতে গিয়ে একথা বলেন পম্পেও।

সাক্ষাৎকারে মার্কিন পররাষ্ট্রমন্ত্রী বলেন, ইরানের কারণে সন্ত্রাসবাদের যে সৃষ্টি হয়েছে তা প্রতিহত করার চেষ্টা করছে আমেরিকা এবং তা অব্যাহত থাকবে। এছাড়া তিনি সাক্ষাৎকারে সিরিয়া থেকে মার্কিন সেনা প্রত্যাহারের কথা উল্লেখ করেন। এসময় তিনি বলেন, সিরিয়ায় যেসব মার্কিন সেনা নিযুক্ত আছে তাদের প্রত্যাহারের প্রক্রিয়া শুরু হয়ে গেছে।

গত বছরে ইরানের প্রায় ৭০০ ব্যক্তি, প্রতিষ্ঠান ও বিভিন্ন কোম্পানির ওপর কঠিন নিষেধাজ্ঞা আরোপ করেন ট্রাম্প প্রশাসন। তবে নিষেধাজ্ঞা তুলে নেওয়ার জন্য শর্ত জুড়ে দেয় আমেরিকা। কিন্তু আমেরিকার কোন ধরণের শর্ত মানতে রাজি নয় বলে জানিয়ে দেয় ইরান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *