পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সারা বিশ্বে সন্ত্রাসবাদে অর্থ যোগান দিচ্ছে সৌদি আরব বলে মন্তব্য করেছেন মার্কিন প্রভাবশালী সিনেটর র্যান্ড পল। তিনি সৌদি আরবকে সন্ত্রাসবাদের মদদদাতা আখ্যা দিয়ে বলেন, দেশটির বাজে আচরণের জন্য কোনোভাবেই উৎসাহ দেয়া উচিত নয়।
মন্টানা অঙ্গরাজ্যে গতকাল এক সমাবেশে দেয়া বক্তৃতায় তিনি ইয়েমেনের ওপর সৌদি নেতৃত্বাধীন বর্বর যুদ্ধের নিন্দা করেন। ওই সমাবেশে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বড় ছেলে ট্রাম্প জুনিয়র উপস্থিত ছিলেন বলে জানা যায়।
মার্কিন সিনেটের পররাষ্ট্র সম্পর্ক বিষয়ক কমিটির সদস্য র্যান্ড পল বলেন, সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি বন্ধ করে দিলে তারা বুঝতে পারবে; যদি যন্ত্রাংশ দেয়া না হয় তাহলে দুই থেকে তিন মাসের মধ্যে তাদের বিমান বাহিনী অকেজো হয়ে পড়বে। তিনি বলেন, নাইন ইলেভেনের হামলায় জড়িত ১৯ বিমান ছিনতাইকারীর ১৫ জনই সৌদি নাগরিক। তিনি প্রশ্ন করে বলেন, সারা বিশ্বে কেন এত সন্ত্রাসবাদ? এর কারণ হচ্ছে- সৌদি আরব অর্থ দিচ্ছে।
প্রভাবশালী সিনেটর র্যান্ড পল বলেন, আমাদেরকে এভাবেই চিন্তা করতে হবে যে, সৌদি আরবের বিষয়ে সবকিছু অন্ধভাবে চলছে, তারা ইয়েমেনে এমন এক যুদ্ধে জড়িত যার ফলে হাজার হাজার মানুষ মারা যাচ্ছে। ইয়েমেন যুদ্ধ পরিচালনার জন্য সৌদি আরবের কাছে অস্ত্র বিক্রি করে আমেরিকা, ব্রিটেন ও ফ্রান্স সৌদি আরব ও সংযুক্ত আরব আমিরাতকে উৎসাহ দিচ্ছে।
এদিকে সৌদি আরবে আটক ১৮ জনের মধ্যেই সাংবাদিক জামাল খাসোগির খুনি রয়েছে দাবী করে তুর্কি প্রেসিডেন্ট রিসেপ তায়েপ এরদোগান বলেছেন, তুরস্কের ইস্তাম্বুলে সৌদি কনস্যুলেটে খুন হওয়া সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনের মধ্যেই খাসোগির খুনি রয়েছে বলে প্রতীয়মান হচ্ছে। হত্যাকাণ্ডের রহস্য উন্মোচন করতে চাইলে আটক ব্যক্তিদের তুরস্কের কাছে হস্তান্তর করা উচিত।
তুর্কি প্রেসিডেন্ট বলেন, সাংবাদিক জামাল খাসোগি হত্যাকাণ্ডের ঘটনায় সন্দেহভাজন ১৮ জনকে জিজ্ঞাসাবাদ করবে তুরস্ক। এজন্য সন্দেহভাজনদের তুরস্কের কাছে হস্তান্তর করতে রিয়াদের প্রতি আহ্বান জানিয়েছে আঙ্কারা।
সৌদি আরবের কাছে এরদোগান এটাও জানতে চেয়েছেন যে, জামাল খাসোগিকে হত্যার নির্দেশ কে বা কারা দিয়েছে। একই সঙ্গে খাসোগির লাশেরও সন্ধান দাবি করেছেন তিনি। তুর্কি তদন্তকারীদের কাছে খাসোগি হত্যাকাণ্ডের অনেক প্রমাণ রয়েছে। যেগুলো এ পর্যন্ত প্রকাশ করা হয়েছে তার চেয়েও বেশি তথ্য তাদের কাছে রয়েছে। সময় হলে সেগুলো প্রকাশ করা হবে। তুর্কি প্রেসিডেন্ট বলেছেন, খাসোগি হত্যার স্থানীয় সহায়তাকারীদের পরিচয় প্রকাশ করতে হবে সৌদি আরবকে। খুনি স্কোয়াড তুরস্কে আসার নির্দেশ কে দিয়েছে তুরস্ক তা জানতে চায়।