সর্বক্ষেত্রে আমিরের অনুসরণ জরুরি : আল্লামা মাসঊদ

সর্বক্ষেত্রে আমিরের অনুসরণ জরুরি : আল্লামা মাসঊদ

পাথেয় রিপোর্ট : আমিরের অনুসরণ করার জন্য ত্রুটিমুক্ত হওয়া জরুরি নয় উল্লেখ করে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ বলেন, যিনি লিড দেবেন তিনি যদি ফাসেক ফাজেরও হয়, তবু সকল ইমামদের মতানুসারে তার অনুসরণ করা জরুরি। তবে কারও ইত্তেবাহ করার জন্য তার ত্রুটিমুক্ত হওয়ার প্রয়োজন। ইত্তেবা হলো যার প্রতিটি কাজই মানুষ অনুসরণ করে থাকে। আর আমির হলো যিনি নেতৃত্ব দেন।

আমিরের গুরুত্ব বুঝাতে গিয়ে আল্লামা মাসঊদ বলেন, ইজতেমায়ী কোনো কাজ করতে গেলে আমিরকে মান্য করা অপরাহার্য।

বৃহস্পতিবার দুপুরে রাজধানীর জামিআ ইকরা বাংলাদেশ মিলনায়তনে জাতীয় দ্বীনী মাদরাসা শিক্ষাবোর্ডের পরামর্শ বৈঠকে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

https://scontent.fdac5-1.fna.fbcdn.net/v/t1.15752-9/30716209_958171654360557_6448729206934208512_n.jpg?_nc_cat=0&oh=4598fa8c4dc0305e493e2b37da798414&oe=5B53D241

এ সময় উপস্থিত ছিলেন, মহাসচিব মুফতি মুহাম্মদ আলী, মুফতি আবুল কাসেম, সহসভাপতি মাওলানা ইয়াহইয়া মাহমুদ, মাওলানা আসআদ আল হুসাইনী, মাওলানা আবদুর রহীম কাসেমী, মাওলানা ইমদাদুল্লাহ কাসেমী, মাওলানা আবু বকর, মাওলানা মুজাফ্ফর হোসাইন, মুফতি আবদুল কাইয়ুম খান, মুফতি তাজুল ইসলাম কাসেমী, মাওলানা আবু সাঈদ নিজামী, মাওলানা হিফজুর রহমান, এডভোকেট মাওলানা জসীম উদ্দীন প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *