সাকিবের কাছে তদন্ত কমিটি

সাকিবের কাছে তদন্ত কমিটি

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: গেল বছর ওয়ানডে বিশ্বকাপে ভারতের মাটিতে বাংলাদেশের ভরাডুবির বিষয়ে সাকিব আল হাসানের সঙ্গে কথা বলবে বিসিবির তদন্ত কমিটি। এ জন্য সোমবার সিলেট যাচ্ছেন তারা।

ওয়ানডে বিশ্বকাপে ভরাডুবির পর তিন সদস্যের তদন্ত কমিটি গঠন করেছিল বিসিবি। যেখানে দায়িত্ব পান বিসিবির তিন পরিচালক এনায়েত হোসেন সিরাজ, মাহবুব আনাম ও আকরাম খান। তদন্ত কমিটি একে একে সবার সঙ্গে বসলেও বাকি রয়েছেন সাকিব আল হাসান।

এ বিষয়ে আকরাম খান বলেন, ৯০ ভাগ কাজ মাসখানেক আগেই হয়ে গেছে। এরপর নিউজিল্যান্ড সফর ছিল, এখন বিপিএল চলছে। ২-১ জনের সঙ্গে এখনও বসতে পারিনি। নির্বাচন নিয়ে অধিনায়কও ব্যস্ত ছিল। কাল তাদের সঙ্গে বসে মোটামুটি রিপোর্ট দিয়ে দেব। বিশ্বকাপ পারফরম্যান্স বিশ্লেষণ করে ইতিবাচক ও নেতিবাচক দিক। এরপর যত তাড়াতাড়ি সম্ভব বোর্ডকে দিয়ে দেবো। সাকিব ছাড়াও আরও ২-১ জন বাকি আছে। কাল যাচ্ছি ওখানে এটার জন্য।

বোর্ড সভায় তদন্তের রিপোর্ট নির্ধারিত হবে জানিয়ে আকরাম বলেন, আমাদের শুধু বিশ্বকাপের পারফরম্যান্স এনালাইসিস করতে দিয়েছে। কোনটা পজিটিভ, কোনটা নেগেটিভ। সেটাই আমরা দেবো। যেসব নেতিবাচক দিল ছিল তা যেন ভবিষ্যতে না হয়। ইতিবাচক দিকগুলোও বলব। এরপর বোর্ড সিদ্ধান্ত দেবে কীভাবে আমরা এগোবো।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *