সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সাতক্ষীরার ভোমরা স্থলবন্দরের ইমিগ্রেশন চেকপোস্ট দিয়ে বাংলাদেশ ও ভারতের মধ্যে পাসপোর্টধারী যাত্রী পারাপার স্বাভাবিক রয়েছে। দুই দেশের সমসাময়িক পরিস্থিতিতে যাত্রী চলাচলে কোনো প্রভাব ফেলেনি বলে নিশ্চিত করেছে ইমিগ্রেশন কর্তৃপক্ষ।

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্টের তথ্য অনুযায়ী, নভেম্বর মাসে বাংলাদেশে প্রবেশ করেছেন ১০ হাজার ৭৫৬ জন এবং ভারতে প্রবেশ করেছেন ১১ হাজার ৫৩৭ জন পাসপোর্টধারী যাত্রী।

এর আগের মাসে অর্থাৎ অক্টোবরে বাংলাদেশে প্রবেশ করেন ১০ হাজার ১৩৫ জন এবং ভারতে যান ১১ হাজার ২২৫ জন। এছাড়া দৈনিক দুই দেশের প্রায় ৭০০ জন পাসপোর্টধারী যাত্রী নিয়মিত যাতায়াত করছেন।

সাতক্ষীরার ভোমরা ইমিগ্রেশন দিয়ে যাত্রী পারাপার স্বাভাবিক

ভোমরা স্থলবন্দর দিয়ে ভারতে যাওয়া এক যাত্রী মিজানুর রহমান বলেন, ‘আমি নিয়মিত ব্যবসার কাজে ভারতে যাই। কোনো প্রকার হয়রানি ছাড়াই যাতায়াত করতে পারছি। ইমিগ্রেশন প্রক্রিয়া খুবই সহজ।’

ভারত থেকে বাংলাদেশে আসা আরেক যাত্রী জানান, ‘আমার ছেলেকে নিয়ে বাংলাদেশে এসেছি। ইমিগ্রেশনের সার্ভিস অনেক ভালো, কোনো সমস্যা হয়নি।’

ভোমরা ইমিগ্রেশন চেকপোস্ট ইনচার্জ মোল্যা মো. নকীবুল্লাহ জানান, ‘কোনো ধরনের ভোগান্তি ছাড়াই পাসপোর্টধারী যাত্রীরা নির্বিঘ্নে চলাচল করছেন। দেশের সমসাময়িক ইস্যুতে যাত্রী পারাপারে কোনো প্রভাব পড়েনি।’

Related Articles