সাবেক ৫০০ আফগান আমলাকে খুন করেছে তালেবান

সাবেক ৫০০ আফগান আমলাকে খুন করেছে তালেবান

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : গত বছরের আগস্ট মাসে আফগানিস্তান দখল করেছে তালেবান। ক্ষমতায় এসে শুদ্ধিকরণের প্রতিশ্রুতি দিয়েছিল জিহাদিরা। ক্ষমতার আসার পর ক্ষমতাচ্যুত আশরাফ ঘানি সরকারের প্রায় ৫০০ জন প্রাক্তন আধিকারিককে হত্যা করেছে দলটি। এক প্রতিবেদনে এমন তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এএনআই।

সম্প্রতি ‘দ্য নিউ ইয়র্ক টাইমস’ এর একটি প্রতিবেদনে জানা গিয়েছে যে আফগানিস্তানের পূর্ববর্তী সরকারের প্রায় ৫’শ কর্মকর্তাকে অপহরণ করে খুন করেছে তালিবান। আমেরিকার সঙ্গে সম্পর্ক থাকার অভিযোগে তাদের হত্যা করেছে তালেবানরা। নিহতদের মধ্যে বেশ কয়েকজন আফগান সেনার প্রাক্তন অফিসারও রয়েছেন বলে জানা গিয়েছে।

এদিকে রুশ সংবাদ সংস্থা স্পুটনিক জানিয়েছে, বাঘলান প্রদেশে ৮৪ জন প্রাক্তন আমলা বা সেনা কর্মকর্তাকে খুন করেছে তালেবান। একদা তালেবান বিরোধী মিলিশিয়াদের গড় বলে পরিচিত কান্দাহারে নিরুদ্দেশ অন্তত ১১৪ জন আমলা।

রিপোর্টে বলা হয়েছে, ক্ষমা করে দেওয়া অজুহাতে আফগান সেনা ও আশরাফ ঘানি সরকারের আমলাদের গোপন জায়গা থেকে ডেকে এনে হত্যা করছে তালেবান।

ক্ষমতা দখলের পর থেকেই ধীরে ধীরে স্বমহিমায় ফিরেছে তালিবান। বিভিন্ন অপরাধে হাত-পা কেটে ফেলা, শিরশ্ছেদের মতো শাস্তির পক্ষে রায় দিয়েছে তালেবান সরকার। কাবুল দখল করার আগে যখন একে একে আফগানিস্তানের বিভিন্ন প্রদেশ দখল করছে তালেবান, সেই সময় এক কৌতুকশিল্পীকে মেরে ঝুলিয়ে দিয়েছিল তারা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *