সিরিয়ার তারতুস ঘাঁটি ছেড়েছে রুশ নৌবহর

সিরিয়ার তারতুস ঘাঁটি ছেড়েছে রুশ নৌবহর

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার ভূমধ্যসাগরীয় উপকূলে তুরতুস নৌঘাঁটি ছেড়েছে রুশ যুদ্ধজাহাজগুলো। বিদ্রোহীদের হাতে সাবেক প্রেসিডেন্ট বাশার আল আসাদের পতনের তিনদিনের মাথায় মঙ্গলবার (১০ ডিসেম্বর) যুদ্ধজাহাজগুলো সিরিয়া উপকূল ত্যাগ করেছে।

প্রতিবেদন মতে, স্যাটেলাইট চিত্রে দেখা যাচ্ছে, রুশ ভূমধ্যসাগরীয় নৌবহর সিরিয়া উপকূল ছেড়েছে। সোমবার (৯ ডিসেম্বর) প্ল্যানেট ল্যাবস স্যাটেলাইটের ধারণ করা একটি ছবিতে রাশিয়ার ভূমধ্যসাগরীয় বহরে কমপক্ষে তিনটি জাহাজ, যার মধ্যে দুটি গাইডেড ক্ষেপণাস্ত্র ফ্রিগেট এবং একটি জ্বালানী ট্যাঙ্কার, তারতুসের ১৩ কিমি (৮ মাইল) উত্তর-পশ্চিমে নোঙ্গর করা অবস্থায় দেখা গেছে।

স্যাটেলাইট চিত্রে নৌবহরের বাকি জাহাজগুলোকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে মন্তব্যের জন্য মস্কোয় রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যোগাযোগ করা হলেও কোনো সাড়া পাওয়া যায়নি বলে জানিয়েছে রয়টার্স

গত রোববার (৮ ডিসেম্বর) সিরিয়ায় সামরিক অভিযান শুরুর পর মাত্র দুই সপ্তাহেরও কম সময়ের মধ্যে রাজধানী দামেস্কের দখল নেয় বিদ্রোহীরা। এর মধ্যদিয়ে বাশার আল আসাদের প্রায় দুই যুগের শাসনের অবসান ঘটে।

গত প্রায় ৯ বছর মধ্যপ্রাচ্যের এ দেশটিতে রুশ বাহিনীর উপস্থিতি রয়েছে। এমনকি রুশ বাহিনীর প্রত্যক্ষ মদদেই মসনদ আঁকড়ে ছিলেন বাশার আল আসাদ। কিন্তু এবার আর শেষ রক্ষা হয়নি।

বাশার আসাদকে হটানোর মিশনে নামে জঙ্গি গোষ্ঠী আল কায়েদার সঙ্গে সম্পৃক্ততা থাকা হায়াত তাহরির আল শাম। তাদের সঙ্গে যুক্ত হয় সুন্নিপন্থি আরও বেশ কয়েকটি বিদ্রোহী গোষ্ঠী। গত মাসের শেষের দিকে সম্মিলিতভাবে সামরিক অভিযান শুরু করে তারা। এই অভিযানে পতন শুরু হয় বাশার আসাদ সরকারের।

রুশ বাহিনী তাদের ঠেকাতে ব্যর্থ হয়। এমনকি আসাদের অনুগত সিরিয়ান আরব আর্মিও কোনো প্রতিরোধ গড়ে তুলতে পারেনি। গত সপ্তাহেই শোনা যায়, সিরিয়ার তারতুস বন্দর ছেড়েছে রাশিয়ার নৌবাহিনীর জাহাজগুলো। তবে এটাকে গুজব অভিহিত করে উড়িয়ে দেন রুশ পররাষ্ট্রমন্ত্রী সের্গেই ল্যাভরভ।

গত রোববার ইরান ও তুরস্কের পররাষ্ট্রমন্ত্রীদের সঙ্গে বৈঠক শেষে এমন মন্তব্য করেন ল্যাভরভ। তিনি বলেন, ভূমধ্যসাগরে সামরিক মহড়া অনুষ্ঠিত হচ্ছে। স্যাটেলাইট ইমেজ হয়তো এটাকে অন্য কিছু ভেবে নিয়েছিল।

সূত্র: রয়টার্স

Related Articles