সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২২

সিরিয়ায় বিমান হামলায় শিশুসহ নিহত ২২

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সিরিয়ার মঙ্গলবার (১৭ ডিসেম্বর) দিনভর ভয়াবহ বিমান হামলা চালিয়েছে রাশিয়া ও দামেস্ক বাহিনী। দেশটির উত্তর পশ্চিমাঞ্চলীয় ইদলিব প্রদেশে এই সিরিজ বিমান হামলা চালানো হয়। এতে শিশুসহ অন্তত ২২ জন নিহত হয়েছেন।

ওই হামলায় আহত হয়েছেন আরো বহু লোক। হতাহতদের বেশিরভাগই বেসামরিক লোক। হোয়াইট হেলমেট নামের সিরিয়ার এক স্বেচ্ছাসেবী দলের বরাতে এ তথ্য জানা গেছে।

ওই স্বেচ্ছাসেবী দলটি জানিয়েছে, ইদলিব প্রদেশের মারেট আল-নুমান জেলার একাধিক শহর ও গ্রামে সিরিজ বিমান হামলা চালিয়েছে সিরিয়ার সরকারি বাহিনী এবং তাদের মিত্র রুশ বিমান বাহিনী। এসব হামলার মুখে ওই জেলার বহু মানুষ ঘরবাড়ি ছেড়ে তুরস্কের সীমান্তবর্তী শিবিরগুলোতে আশ্রয় নিয়েছে।

এদিকে, সিভিল ডিফেন্সের মুখপাত্র আহমেদ শেইখো বলেন, হামলায় তাল মান্নিস শহরে নয়জন, বিদামায় ছয়জন, মাসারানে পাঁচজন এবং আল-কানায়াস ও মার শামশাহ এলাকায় নিহত হয়েছেন একজন করে মোট দুজন।

হামলায় আহত হয়েছেন আরো কয়েক ডজন মানুষ। বেশ কিছু স্থাপনাও ধ্বংস হয়েছে। সেসব ধ্বংসাবশেষে মঙ্গলবার রাতেও চলছিল উদ্ধার কার্যক্রম। বিমান হামলার বেশ কিছু ভিডিও সামাজিক মাধ্যমগুলোতে ছড়িয়ে পড়েছে। এসব ভিডিওতে উদ্ধারকর্মীদের মাসারান শহরের ধ্বংসাবশেষ থেকে আগুনে পোড়া লাশ টেনে বের করতে দেখা গেছে।

সূত্র : আল-জাজিরা

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *