সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২৬

সিরিয়ায় রুশ বিমান হামলায় নিহত ২৬

আন্তর্জাতিক ডেস্ক : গত শুক্রবার দক্ষিণ সিরিয়ার দেরায় ইসলামিক স্টেটের শেষ অবস্থানে চালানো বিমান হামলায় ২৬ জন নিহত হয়েছে। এরা সবাই সাধারণ নাগরিক। বার্তাসংস্থা এএফপি জানিয়েছে, সিরিয়ার দেরা প্রদেশটি ইসরায়েল ও জর্ডান সীমান্তের কাছে অবস্থিত।

যুক্তরাজ্যভিত্তিক পর্যবেক্ষক সংস্থা ‘সিরিয়ান অবজারভেটরি ফর হিউম্যান রাইটসের’ প্রধান রামি আব্দেল রহমান বলেছেন, সারা দিন সিরিয়ার আসাদ বাহিনী ও রুশ বিমান সেখানে হামলা চালায়। এতে যে ২৬ জন মারা গেছে তাদের মধ্যে রয়েছে ১১ জন শিশু।

তিনি আরও জানিয়েছেন, দেরাতে শত শত ব্যারেল বোমা নিক্ষেপ করা হয়েছে বিমান থেকে। ওই অঞ্চলে থাকা শহরগুলো আইএসের স্থানীয় শাখার নিয়ন্ত্রণে ছিল। তারা ‘জইস খালিদ বিন ওয়ালিদ’ নামে পরিচিত। বোমা বর্ষণে শহরগুলোর অবকাঠামোর ব্যাপক ক্ষতি হয়েছে।

সিরিয়ার সরকারি বাহিনী ও রাশিয়া বর্তমানে চেষ্টা করছে দেরার সম্পূর্ণ নিয়ন্ত্রণ বুঝে নেওয়ার। দেরা অঞ্চলটি জর্ডান ও ইসরায়েলের অধিকৃত গোলান মালভূমির মধ্যবর্তী স্থানে অবস্থিত। কিছু দিন আগে প্রবল সংঘর্ষের পর এলাকাটি ছেড়ে বিদ্রোহীদের সরে যাতে বাধ্য হয়েছিল।
এএফপি লিখেছে ২০১১ সালে সিরিয়ায় গৃহযুদ্ধ শুরু হওয়ার পর থেকে দেশটিতে প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষ নিহত হয়েছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *