পাথেয় টোয়েন্টিফোর ডটকম : কুয়েত সুইডিশ ভাষায় অনুদিত পবিত্র কোরআনের ১ লাখ কপি ছাপানোর সিদ্ধান্ত নিয়েছে। কুয়েতি রাষ্ট্রীয় বার্তা সংস্থা কুনা সম্প্রতি এই তথ্য জানিয়েছে। সুইডেনে কোরআন পোড়ানোর ঘটনায় কুয়েত সরকার এই পদক্ষেপ নিয়েছে। খবর টিআরটি ওয়ার্ল্ড।
কুয়েতের প্রধানমন্ত্রী শেখ আহমেদ নওয়াফ আল আহমাদ আল সাবাহ এর নির্দেশে পবিত্র কোরআন এবং নবীর সুন্নাহ মুদ্রণ ও প্রকাশনা বিভাগ এই ঘোষণা দিয়েছে। সকল মানুষের মধ্যে সহনশীলতা এবং শান্তিপূর্ণ সহাবস্থানের ইসলামী নীতি ও মূল্যবোধ তুলে ধরার একটি প্রকল্পের অংশ হিসেবে এই উদ্যোগ নেওয়া হয়েছে বলে জানা গেছে।
মুদ্রণ ও প্রকাশনা বিভাগের চেয়ারম্যান ড. ফাহাদ আল দাইহানি বলেছেন, কোরআনের কপি মুদ্রণ এবং সুইডেনে তাদের বিতরণের প্রস্তুতি চলছে। কুয়েত সরকারের উদ্দেশ্য হল, সহনশীলতা এবং ইসলামের প্রকৃত শিক্ষার ওপর জোর দেওয়া।
বর্তমানে ইউরোপের দেশগুলোতে মুসলমানদের পবিত্র ধর্মগ্রন্থ আল কোরআন পোড়ানো কিংবা বিভিন্নভাবে অবমাননা করার ঘটনা বেড়ে যাচ্ছে। বিশেষ করে ২৮ জুন ঈদুল আজহার দিনে সুইডেনের রাজধানী স্টকহোমের একটি মসজিদের বাইরে কোরআন পোড়ানোর ঘটনা ঘটেছে। সালওয়ান মোমিকা নামের এক ইরাকি খ্রিষ্টান অভিবাসী ঘৃণ্য এই কাজ করেছে। এ ধরনের পরিস্থিতির মধ্যে কুয়েত সরকার এই পদক্ষেপ নিয়েছে।
উল্লেখ্য, কোরআন পোড়ানোর অনুমতি দেওয়ায় মুসলিম বিশ্বে ব্যাপক সমালোচনার মুখে পড়েছে সুইডেন। বাক স্বাধীনতার নামে এ ধরনের গর্হিত কাজের অনুমতি দেওয়ায় ইরাক, কুয়েত, সংযুক্ত আরব আমিরাত এবং মরক্কো তাদের দেশে নিযুক্ত সুইডিশ রাষ্ট্রদূতদের তলব করেছিল। এছাড়া ৫৭ সদস্যের অর্গানাইজেশন অব ইসলামিক কো-অপারেশন বা ওআইসির জরুরি বৈঠকও ডাকা হয়েছিল। পরবর্তীতে সুইডিশ সরকারও কোরআন পোড়ানোর নিন্দা জানিয়েছিল। তবে পাশাপাশি উল্লেখ করেছিল, মত প্রকাশের স্বাধীনতা দেশটির সাংবিধানিকভাবে সুরক্ষিত একটি অধিকার।