সুইডেনে কুরআন অবমাননায় বাংলাদেশ জমিয়তুল উলামার নিন্দা

সুইডেনে কুরআন অবমাননায় বাংলাদেশ জমিয়তুল উলামার নিন্দা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সুইডেনে মুসলমানদের দ্বিতীয় বৃহত্তম ধর্মীয় উৎসব পবিত্র ঈদুল আজহার দিনে ইসলামী ধর্মগ্রন্থ পোড়ানোর ঘটানায় তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

শনিবার (১ জুলাই) ভারপ্রাপ্ত প্রচার সম্পাদক মাওলানা হাসানাত চৌধুরী সাক্ষরিত এক বিবৃতিতে সুইডেনকে বৈশ্বিকভাবে বয়কট করার আহ্বান জানিয়েছে সংগঠনটি।

সুইডেনের মাটিতে বারবার এমন ঘটনা ঘটায় হুঁশিয়ার দিয়ে বিবৃতিতে বলা হয়, কোনো ধর্মের বানীকে প্রতীকীভাবে মুছে ফেলার প্রচেষ্টাকে মতপ্রকাশের স্বাধীনতা বলা যায় না। রাষ্ট্রীয় মদদে সুইডেনে ইসলাম ধর্মের অবমাননা অন্যান্য রাষ্ট্রসমূহ ও তাদের জনগন সহ্য করবে না।

বিবৃতিতে সুইডেনের জনসাধারণকে বিশ্বশান্তি বিনষ্টের এসব প্রচেষ্টা রুখে দাঁড়ানোর আহ্বানও জানিয়েছে বাংলাদেশ জমিয়তুল উলামা।

প্রসঙ্গত, আদালতের অনুমোদন নিয়ে ঈদুল আজহার দিনে সুইডেনে পবিত্র কুরআন শরীফ পোড়ানো হয়। ইরাক থেকে আসা অভিবাসী সলমন মোমিকা এই ঘৃণিত কাণ্ডের জন্ম দেন। বুধবার (২৮ জুন) রাজধানী স্টকহোমের কেন্দ্রীয় মসজিদের সামনে এ ঘটনা ঘটে। সে সময় আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা উপস্থিত ছিলেন।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *