সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে: জাতিসংঘ

সুদানের ৫০ লাখ মানুষ অনাহারের ঝুঁকিতে: জাতিসংঘ

পাথেয় টোয়েন্টিফোর ডটকম: জাতিসংঘ সুদানে বিপর্যয়কর অনাহারের ঝুঁকি এড়াতে মানবিক ত্রাণ সরবরাহের সুযোগ দিতে দেশটির লড়াইরত দলগুলোর প্রতি আহ্বান জানিয়েছে।

শুক্রবার জাতিসংঘের নথি থেকে জানা গেছে, প্রতিদ্বন্দ্বী গ্রুপগুলোর মধ্যে প্রায় এক বছর ধরে চলা লড়াইয়ের কারণে  দেশটির প্রায় ৫০ লাখ লোক ভয়াবহ অনাহারের ঝুঁকিতে রয়েছে।

গত বছরের এপ্রিল থেকে সেনা প্রধান আবদেল ফাত্তাহ আল বুরহান এবং তার সাবেক ডেপুটি মোহাম্মদ হামদান ডাগলোর মধ্যে লড়াই চলছে। এতে হাজার হাজার লোক প্রাণ হারিয়েছে। অবকাঠামো ধ্বংস হয়েছে ব্যাপকভাবে এবং অর্থনীতি পঙ্গু হয়ে পড়েছে।

এছাড়া ভয়াবহ মানবিক বিপর্যয় ও খাদ্য সংকটও দেখা দিয়েছে। দুর্ভিক্ষের দ্বারপ্রান্তে রয়েছে সুদান।

এ প্রেক্ষিতে জাতিসংঘ মহাসচিব এন্তোনিও গুতেরেসের মুখপাত্র স্টিফেন দুজারিক বলেছেন, ত্রাণ সংস্থাগুলোর নিরাপদ, টেকসই ও বাধাহীন প্রবেশ প্রয়োজন।

এছাড়া জাতিসংঘ শুক্রবার সুদানে  ত্রাণ কার্যক্রমের জন্যে আরো আর্থিক সহায়তার আহ্বান জানিয়েছে।

সংস্থার মুখপাত্র আলেসান্দ্রা ভেলুচি জেনেভায় সাংবাদিকদের বলেছেন,  বিশ্ব সংস্থা চলতি বছরের ত্রাণের জন্যে ২.৭ বিলিয়ন মার্কিন ডলারের অনুরোধ জানিয়েছিল। কিন্তু এ পর্যন্ত পেয়েছে মাত্র পাঁচ শতাংশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *