সুনশান নীরব ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ-বিজিবির নিয়ন্ত্রণে পুরো ক্যাম্পাস

সুনশান নীরব ঢাকা বিশ্ববিদ্যালয়, পুলিশ-বিজিবির নিয়ন্ত্রণে পুরো ক্যাম্পাস

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকায় সুনশান নীরবতা বিরাজ করছে। পুরো ক্যাম্পাসের আশপাশে পুলিশ-বিজিবি অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে আইনশৃঙ্খলা বাহিনীর বাড়তি সদস্য মোতায়েন করা হয়েছে। বাইরে থেকে কাউকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তবে যারা বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা-কর্মচারী তাদের পরিচয়পত্র দেখে ভিতরে প্রবেশ করানো হচ্ছে। প্রতি প্রবেশ দ্বারে পুলিশ অবস্থান নিয়েছে। বৃহস্পতিবার সকাল থেকে বিশ্ববিদ্যালয় এলাকায় এ দৃশ্য দেখা গেছে।

এদিকে দেশব্যাপী ‘কমপ্লিট শাটডাউনের’ ঘোষণা দিয়েছে কোটা সংস্কার আন্দোলনকারীরা। তবে এর মধ্যে সাইন্সল্যাব, নিউ মার্কেট সড়কে যানচলাচল প্রায় স্বাভাবিক দেখা গেছে। তবে গণপরিবহন তুলনামূলক কম দেখা যাচ্ছে। রিকশা, সিনজি ও ব্যক্তিগত গাড়ি বেশি।

এছাড়া রাজধানীর বাড্ডার ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের সামনের সড়ক অবরোধ করেছে শিক্ষার্থীরা। তাছাড়া ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির শিক্ষার্থীদের লাঠি হাতে সড়ক অবরোধের প্রস্তুতি নিতে দেখা যাচ্ছে। তবে অন্য কোথাও শিক্ষার্থীদের সমাগমের খবর পাওয়া যায়নি। এখন পর্যন্ত কোটা সংস্কার আন্দোলনে দেশের বিভিন্ন এলাকায় সংঘর্ষে সাতজনের মৃত্যুর খবর পাওয়া গেছে। হতাহত আছেন বহু শিক্ষার্থী।

Related Articles