সুপ্রিম কোর্টে বিচারপতি নিয়োগ শিগগিরই

নিজস্ব প্রতিবেদক ● শিগগিরই সুপ্রিমকোর্টের আপিল ও হাইকোর্ট বিভাগে বিচারপতি নিয়োগ দেওয়া হবে বলে জানিয়েছেন আইনমন্ত্রী আনিসুল হক।  মঙ্গলবার বিচার, প্রশাসন ও প্রশিক্ষণ ইনস্টিটিউট মিলনায়তনে এক প্রশিক্ষণ কর্মশালা উদ্বোধন শেষে তিনি এ তথ্য জানান।

আইনমন্ত্রী বলেন, প্রধান বিচারপতি নিয়োগ নিয়ে আমি বারবার জবাব দিয়েছি। এটা রাষ্ট্রপতির এখতিয়ার। এ বিষয়ে কোনো কথা বলাই কিন্তু ঠিক হবে না।

সাংবাদিকদের প্রশ্নের জবাবে আনিসুল হক বলেন, শিগগিরই আপিল বিভাগে বিচারপতি নিয়োগ করা হবে। একইসঙ্গে বিচারপতি নিয়োগ দেওয়া হবে হাইকোর্ট বিভাগেও। তাছাড়া আপিল বিভাগে কাজের দিকটা বিবেচনা করেই সেই সংখ্যক বিচারপতি নিয়োগ দেওয়া হবে।

খুব শিগগির বলতে কবে এমন প্রশ্নের জবাবে আইনমন্ত্রী বলেন, এই প্রক্রিয়া চলতে থাকবে। তবে এ মাস বা আগামী মাসের প্রথম সপ্তাহের মধ্যেই হবে।

দশম জুডিশিয়ারির পদায়নের গেজেট নিয়ে আইনমন্ত্রী বলেন, এইমাত্র তথ্য পেলাম পোস্টিংয়ের বিষয়াদি প্রক্রিয়াধীন। এই মাসের মধ্যে এ গেজেট প্রকাশ হয়ে যাবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *