সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা

সৌদি আরবে ২৮ জুন ঈদুল আজহা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : সৌদি আরবের আকাশে রোববার (১৮ জুন) পবিত্র জিলহজ মাসের চাঁদ দেখা গেছে। ফলে আগামী ২৭ জুন পবিত্র হজ এবং ২৮ জুন পবিত্র ঈদুল আজহা উদযাপিত হবে। স্থানীয় সময় রোববার সন্ধ্যায় সৌদির চাঁদ দেখা কমিটি এ তথ্য জানিয়েছে। সূত্র: খালিজ টাইমস

সংযুক্ত আরব আমিরাতের গবেষণা সংস্থা আন্তর্জাতিক জ্যোতির্বিদ্যা কেন্দ্র (আইএসি) পবিত্র জিলহজ মাসের প্রথম দিনের ঘোষণা দেওয়া দেশের তালিকা প্রকাশ করেছে। রোববার জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় মালয়েশিয়া সরকার আগামী ২৯ জুন পবিত্র ঈদুল আজহার দিন ঘোষণা করেছে।

এছাড়া দক্ষিণ-পূর্ব এশিয়ার আরেক দেশ ব্রুনাই ও ইন্দোনেশিয়ার আকাশেও জিলহজ মাসের চাঁদ দেখা না যাওয়ায় একইদিন সেসব দেশেও ঈদুল আজহা পালিত হবে।

অপরদিকে, বাংলাদেশে জিলহজ মাসের চাঁদ দেখা এবং ঈদুল আজহার তারিখ নির্ধারণে সোমবার জাতীয় চাঁদ দেখা কমিটির সভা অনুষ্ঠিত হবে। আরবি বর্ষপঞ্জিকা অনুযায়ী, জিলহজ মাসের ১০ তারিখ ঈদুল আজহা উদযাপন করেন মুসলমানরা।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *