সৌদি নৌযানে হুথিদের হামলা : নিহত সবাই

সৌদি নৌযানে হুথিদের হামলা : নিহত সবাই

পাথেয় টোয়েন্টিফোর : ইয়েমেনি নৌ বাহিনী দেশটির উত্তর-পশ্চিমাঞ্চলীয় উপকূলে আগ্রাসী সৌদি বাহিনীর একটি সামরিক নৌযান ধ্বংস করেছে। হামলায় ওই যানে অবস্থান করা সবাই নিহত হয়েছে।

ইয়েমেনের আল মাসিরা টেলিভিশন চ্যানেল জানিয়েছে, ১০ অক্টোবর বুধবার মিদি উপকূলে হামলা চালানো হয়েছে। দেশটির বিপ্লবী হুথি আনসারুল্লাহ বাহিনী এ হামলা চালায়। বন্দরনগরী হোদায়দায় সৌদি জোটের বিমান হামলার পর হুথি যোদ্ধারা এ হামলা চালাল। তবে জোটের পক্ষ থেকে এ বিষয়ে কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।

এর আগে সংবাদমাধ্যমটি জানিয়েছিল, লোহিত সাগর উপকূলবর্তী কৌশলগত হোদায়দা শহরে সৌদি নেতৃত্বাধীন জোটের বিমান হামলায় গত দুই দিনে ৮৬ ব্যক্তি নিহত হয়।

ইয়েমেনি সামরিক এবং হাসপাতাল সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা এএফপি গতকাল (মঙ্গলবার) জানিয়েছে, সৌদি জঙ্গিবিমান হোদায়দা বন্দরের কাছে একটি এলাকা, দুইটি ফার্ম এবং হুথি আনসারুল্লাহ আন্দোলনের দু’টি প্রশিক্ষণ শিবিরের ওপর বোমা বর্ষণ করলে গত ৪৮ ঘন্টায় এসব ব্যক্তি প্রাণ হারায়। উদ্ধারকর্মী এবং হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, বিমান হামলায় ৭৯ জন হুথি যোদ্ধা এবং ছয় বেসামরিক ব্যক্তি নিহত হয়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *