সৌম্যর জোড়া আঘাতেও বড় লিডের পথে নিউজিল্যান্ড

সৌম্যর জোড়া আঘাতেও বড় লিডের পথে নিউজিল্যান্ড

ক্রীড়া ডেস্ক : হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে রয়েছে নিউজিল্যান্ড। হ্যামিল্টন টেস্টের প্রথম ইনিংসে বড় লিডের পথে রয়েছে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের চা বিরতির পর নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রান পেরিয়ে নিউজিল্যান্ডের লিড হয়ে গেছে ১২৩।

চা বিরতির উইলিয়ামসন ৫১ ও হেনরি নিকোলাস ৪ রানে অপরাজিত আছেন। এর আগে ১৩২ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন জিত রাভাল। অন্যদিকে ১৬১ রান করে সৌম্য সরকারের বলে আউট হন টম ল্যাথাম। এটি ল্যাথামের নবম টেস্ট সেঞ্চুরি। টস টেইলরকে এলবিডব্লিউর এর ফাঁদে ফেলেন সৌম্য।

সেডন পার্কে প্রথম দিন বাংলাদেশ ২৩৪ রানে গুটিয়ে যায়। বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড। দ্বিতীয় দিনের চা বিরতির পর নিউজিল্যান্ডের সংগ্রহ ৩ উইকেটে ৩৫৭ রান। প্রথম ইনিংসে বাংলাদেশের ২৩৪ রান পেরিয়ে নিউজিল্যান্ডের লিড হয়ে গেছে ১২৩।

চা বিরতির উইলিয়ামসন ৫১ ও হেনরি নিকোলাস ৪ রানে অপরাজিত আছেন। এর আগে ১৩২ রান করে মাহমুদউল্লাহর বলে আউট হন জিত রাভাল। অন্যদিকে ১৬১ রান করে সৌম্য সরকারের বলে আউট হন টম ল্যাথাম। এটি ল্যাথামের নবম টেস্ট সেঞ্চুরি। টস টেইলরকে এলবিডব্লিউর এর ফাঁদে ফেলেন সৌম্য।

সেডন পার্কে প্রথম দিন বাংলাদেশ ২৩৪ রানে গুটিয়ে যায়। বিনা উইকেটে ৮৬ রান তুলেছিল প্রথম দিন শেষ করে নিউজিল্যান্ড।

রাভাল-ল্যাথামের রেকর্ড জুটিতে বাংলাদেশের হতাশা

হ্যামিল্টনে সিরিজের প্রথম টেস্টের দ্বিতীয় দিন শক্ত প্রতিরোধ দিয়ে লিড নিয়েছে স্বাগতিক নিউজিল্যান্ড। ওপেনিংয়ে সেঞ্চুরিয়ান জিত রাভালকে ভারপ্রাপ্ত অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ফেরালেও দ্বিতীয় উইকেটে আসা কেন উইলিয়ামসনকে সঙ্গে নিয়ে আরেক ওপেনার টম ল্যাথাম দলকে বড় লিডের দিকে এগিয়ে নিচ্ছেন। এরই মধ্যে দলীয় ৩০০ রানের স্কোর স্পর্শ করেছে স্বাগতিকরা।

উইকেট যেন সোনার হরিণ এখন সফরকারীদের জন্য। দ্বিতীয় দিনের চা বিরতিতে যাওয়ার আগ পর্যন্ত ৮৩ ওভার বল করে ফেললেও উইকেট পেয়েছেন মাত্র একটি। একে একে সবাই বল করেছেন। কিন্তু কেউই স্বাগতিকদের উইকেটে আঘাত করতে পারছে না! প্রথম সেশনে কিউইদের ওপেনিং জুটিতে রেকর্ড হয়। রাভাল ও ল্যাথামের অসাধারণ জুটিটি ২০০৩ সালের পর সার্বিকভাবে নিউজিল্যান্ডের সেরা ও বাংলাদেশের বিপক্ষে রেকর্ড ওপেনিং জুটি। এই দুই ব্যাটসম্যানই টাইগারদের সামনে রানের পাহাড় করে দিয়েছেন।

প্রথম সেশনে বাংলাদেশি বোলারদের ওপর আধিপত্য বিস্তার করে খেলেছেন দুই ওপেনার ল্যাথাম ও রাভাল। সফরকারীদের বিপক্ষে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে রাভাল ফিরেছেন ১৩২ রানে। দলীয় ২৫৪ রানে কিউইদের প্রথম উইকেট গেলেও অপর প্রান্তে থাকা ল্যাথাম ব্যাট করছেন দাপটের সঙ্গে। ক্রিজে আছেন ১৫৬ রানে। তাকে সঙ্গ দিচ্ছেন অধিনায়ক উইলিয়ামসন। ব্যাট করছেন ৩২ রানে।

স্বাগতিকদের প্রথম ইনিংসে সংগ্রহ ১ উইকেটে ৩২৬ রান। বাংলাদেশের প্রথম ইনিংসে করা ২৩৪ রানের বিপরীতে তারা এগিয়ে আছে ৯২ রানে।

এর আগে প্রথম ইনিংসে ২৩৪ রানে গুটিয়ে গিয়েছিল বাংলাদেশ দল। দলের পক্ষে একাই ১২৬ রান করেন ওপেনার তামিম ইকবাল। কিন্তু বাকিরা উইকেট বিসর্জন দেন বাজে ব্যাটিংয়ের প্রদর্শনীতে। সেই সুযোগে কিউই পেসার নেইল ওয়াগনার একাই নেন পাঁচ উইকেট। আরেক পেসার টিম সাউদির শিকার ৩।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *