স্ত্রীকে মুশফিকের আবেগঘন বার্তা

স্ত্রীকে মুশফিকের আবেগঘন বার্তা

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : যারা যোদ্ধা তাদেরও একটা হৃদয় থাকে। যু্দ্ধরে ময়দানে প্রতপিক্ষকে গুড়িয়ে দেবার অসম দৃঢ়তা নিয়ে তাড়া লড়েন ঠিকই । কিন্তু তাদেরও একটা নরম মন আছে। তাদেরও মনে পড়ে নিজেদের পরিবার পরিজন ও স্ত্রী-সন্তানদের কথা। যেখানেই থাকুক তবু্ও দিনশেষে মনে পড়ে প্রিয়জনের মুখ। জীবনের সুখস্মৃতিটুকু তারাও হাতড়ে বেড়ান আনমনে। তেমনই ক্রিকেট মাঠে আমাদের একদল যোদ্ধা আছেন। তারা দেশের পতাকা উচিয়ে ধরতে মাঠে লড়ে যান প্রাণপনে। দিনশেষে তারাও প্রিয়জনের মুখ মনে করে আনন্দে ভাসে। ক্রিকেট মাঠে আমাদের একজন সাহসী যোদ্ধা মুশফিকুর রহিম। সম্প্রতি স্ত্রীকে নিয়ে তার একটি আবগেঘন বার্তা দেখা গেছে সামাজিক যোগাযোগ মাধ্যমে।

আফগানিস্তানকে তিন রানে হারিয়ে এশিয়া কাপে এখনও টিকে আছে বাংলাদেশ। শ্রীলঙ্কার বিপক্ষে আসরের প্রথম ম্যাচে বড় জয়ে যেমন বড় অবদান মুশফিকুর রহিমের। আসরে টিকে থাকার ম্যাচে আফগানিস্তানের বিপক্ষেও বড় কিছুরই আভাস ছিল মুশফিকের ব্যাটে। কিন্তু ৩৩ রানে প্যাভিলিয়নে ফেরেন তিনি।

ব্যক্তিগত স্কোর বড় করতে না পারলেও দলের রোমাঞ্চকর জয়ে শেষটা বেশ উপভোগ করেন এই উইকেটরক্ষক-ব্যাটসম্যান। ম্যাচ শেষে উচ্ছ্বাসে ফেটে পড়তে দেখা যায় তাকে। তবে তার এই উচ্ছ্বাসের আরও একটি কারণ আছে। রোববার ছিল মুশফিকের চতুর্থ বিবাহবার্ষিকী। এমন দিনে দলের জয় যেন উচ্ছ্বাস আরও বাড়িয়ে দেয়।

ম্যাচ শেষে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে স্ত্রী জান্নাতুল কিয়াফাত মন্ডির উদ্দেশ্যে এক আবেগঘন বার্তা দেন। মুশফিক লেখেন-

‘সত্যি করে বললে আমি অনেক বেশি ভাগ্যবান যে তোমাকে আমার অর্ধাঙ্গিনী হিসেবে পেয়েছি প্রিয়তমা। যদিও আমি তোমার জন্যে যথেষ্ট করতে পারিনি। তবে সর্বশক্তিমানের প্রতি কৃতজ্ঞতা। সবাই হয়তো বলবে তুমি আমাকে স্বামী হিসেবে পেয়ে ধন্য হয়েছ, তবে সত্যটা পুরোপুরি উল্টো। আমি অনেক বেশি সৌভাগ্যবান যে তোমাকে আমার স্ত্রী হিসেবে পেয়েছি।’

‘সৃষ্টিকর্তা তোমার মাধ্যমে আমাদেরকে শ্রেষ্ঠ উপহার, আমাদের সন্তান, আমাদের নয়নের মণি মায়ানকে দিয়েছেন। তুমি শুধুমাত্র একজন স্ত্রী নও, তুমি সত্যিকারের একজন চ্যাম্পিয়ন। আমি তোমার কাছ থেকে অনেক কিছু শিখেছি, কিভাবে কিছু গুছিয়ে নিতে হয়, ত্যাগ স্বীকার করতে হয়। গত কয়েক বছর ধরে আমার সাথে থাকার জন্য ও আমাকে সহ্য করার জন্য অনেক অনেক ধন্যবাদ।’

‘আমি সৃষ্টিকর্তার কাছে দোয়া করি আমরা যেন মৃত্যুর পরে জান্নাতেও একসাথেই থাকতে পারি। বিবাহবার্ষিকীর অনেক অনেক শুভেচ্ছা প্রিয়তমা। তুমি জানো আমি তোমাকে কতোটা মিস করছি।’

২০১৪ সালের ২৪ সেপ্টেম্বর তারিখেই সতীর্থ মাহমুদউল্লাহ রিয়াদের শ্যালিকা জান্নাতুল কিফায়াত মন্ডির সাথে বিবাহ বন্ধনে আবদ্ধ হন মুশফিক। চলতি বছরের ৫ই ফেব্রুয়ারি তারিখে এ দম্পতির কোলজুড়ে পৃথিবীতে এসেছে তাদের প্রথম সন্তান শাহরুজ রহিম মায়ান।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *