‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না, খবরটি সত্য নয়’

‘স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ হবে না, খবরটি সত্য নয়’

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : এ বছর ২৬ মার্চ মহান স্বাধীনতা দিবসে কুচকাওয়াজ অনুষ্ঠিত হবে না বলে যে খবর প্রকাশিত হয়েছে, তা সত্য নয় বলে জানিয়েছেন প্রধান উপদেষ্টার প্রেস সচিব শফিকুল আলম। রোববার (১৬ মার্চ) সামাজিক যোগাযোগ মাধ্যমে এক পোস্টে এ তথ্য জানান।

প্রেস সচিব জানান, জাতীয় স্টেডিয়াম ঢাকার সংস্কার কাজ চলমান থাকায় গত কয়েক বছরের মতো এ বছরও ঢাকায় কুচকাওয়াজ আয়োজন সম্ভব হচ্ছে না। তবে দেশের বাকি ৬৩ জেলায় যথাযোগ্য মর্যাদার সাথে কুচকাওয়াজ আয়োজন ও বীর মুক্তিযোদ্ধাদের সংবর্ধনা প্রদানের সিদ্ধান্ত নিয়েছে অন্তর্বর্তী সরকার।

এ বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করতে সকল জেলা প্রশাসককে প্রয়োজনীয় নির্দেশনা প্রদান করা হয়েছে।

এর আগে রোববার (১৬ মার্চ) দুপুরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সিনিয়র সচিব নাসিমুল গনি জানান, এবারও হচ্ছে না। গত বছর কুচকাওয়াজ হয়নি, এবারও হবে না। আমরা ওয়ার মুডে আছি, আমরা আনন্দ করার মেজাজে নাই।

Related Articles