স্বীকৃতি আইন হওয়ায় প্রধানমন্ত্রী ও আল্লামা মাসঊদকে খুলনা আলেমদের অভিনন্দন

স্বীকৃতি আইন হওয়ায় প্রধানমন্ত্রী ও আল্লামা মাসঊদকে খুলনা আলেমদের অভিনন্দন

পাথেয় রিপোর্ট : সরকারের মন্ত্রিসভায় কওমী মাদরাসা স্বীকৃতি আইনের খসড়া পাস হওয়ায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদকে অভিনন্দন জানিয়েছে খুলনার বর্ষীয়ান আলেমগণ।

খুলনার আলেমদের পক্ষে জামিয়া আসআদুল উলূম মাদানিনগর খুলনার প্রিন্সিপাল মাওলানা ইমাদাদুল্লাহ কাসেমী বলেন, দীর্ঘদিন ধরে গোটা বিশ্বে উগ্রবাদের ব্যাখ্যা দিয়ে মুসলমানদের জঙ্গি বলাটা যখন কুচক্রী মহলের নিত্য দিনের কারসাজি তখনই আল্লামা মাসঊদ সোয়া লাখ আলেমের স্বাক্ষরসম্বলিত একটি ফাতওয়া দিয়ে বিশ্ববাসীকে আঙুল দিয়ে দেখিয়ে দিয়েছেন, মুসলমান কখনো জঙ্গি হয় না।

তিনি আল্লামা মাসঊদের শুকরিয়া জ্ঞাপন করে বলেন, ১১ আগস্ট ২০১৬ বৃহস্পতিবার সকালে রাজধানীর ফার্মগেটস্থ বাংলাদেশ কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে বাংলাদেশ জমিয়তুল উলামার উদ্যোগে আয়োজিত সন্ত্রাস ও জঙ্গিবাদ প্রতিরোধে উলামা সম্মেলনে পূর্ব পরামর্শ অনুযায়ী আল্লামা ফরীদ উদ্দীন মাসউদ দাঃবাঃ বলেছিলেন প্রধানমন্ত্রী চাইলে তো আল্লাহ কত কিছু সহজ করে দেন, যদি চাইতেন তাহলে হয়তো কওমী সনদের স্বীকৃতিও বাস্তবায়ন হত, এরই প্রসঙ্গে প্রধান অতিথির ভাষণে প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেদিন উলামায়েকেরাম কে আশ্বস্ত করেছিলেন।

রোববার সকালে এক বিবৃতিতে মাওলানা ইমদাদ কাসেমী এসব কথা বলেন।

বিবৃতিতে খুলনা আলেমদের পক্ষে স্বাক্ষর করেন মুফতি আবুল কাসেম, মাওলানা আবু বকর, মাওলানা মিসবাহ উদ্দীন, মাওলানা খলিলুর রহমান, মুফতি খালেদ সাইফুল্লাহ, মাওলানা তহা ইয়াসীন, মাওলানা ওমর ফারুক, মাওলানা ইকরামুল হক, মাওলানা মোমতাজ উদ্দীন শেখ, মাওলানা মুজাহিদুল ইসলাম, মাওলানা আবদুস সবুর শেখ প্রমুখ।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *