হজযাত্রার দ্বিতীয় দিন,জেদ্দার উদ্দেশে আজ উড়বে ১৪টি হজ ফ্লাইট

হজযাত্রার দ্বিতীয় দিন,জেদ্দার উদ্দেশে আজ উড়বে ১৪টি হজ ফ্লাইট

পাথেয় ডেস্ক : হজযাত্রার দ্বিতীয় দিন রোববার বিমান ও সৌদি এয়ারলাইন্সের মোট ১৪টি ফ্লাইট জেদ্দার উদ্দেশে রওনা দিচ্ছে। এর মধ্যে ১০টি ফ্লাইট দুপুর সোয়া ২টার মধ্যে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে উড্ডয়ন করেছে। বিষয়টি নিশ্চিত করেছে বিমানবন্দর কর্তৃপক্ষ।

১৪টি ফ্লাইটের মাধ্যমে আজ জেদ্দা যাচ্ছেন মোট পাঁচ হাজার ৪৪৭ হজযাত্রী। গতকাল শনিবার রাত ২টা ৩৪ মিনিটে বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের বিজি-১০১৩ ফ্লাইটে গেছেন ৪১৯ জন, রোববার ভোর ৬টা ১৭ মিনিটে বিজি-৩০১৩ ফ্লাইটে গেছেন ৪১৯ জন, বিজি-১০১৩ ফ্লাইটে ৪১৯ জন, সকাল ৮টা ২৪ মিনিটে বিজি-৯০১১ ফ্লাইটে ৪১৯ জন, বেলা ১০টা ০৫ মিনিটে বিজি-৫০১৩ ফ্লাইটে ৪০২ জন, দুপুর ২টা ০৫ মিনিটে বিজি-৭০১৩ ফ্লাইটে গেছেন ৪০২ হজযাত্রী।

এছাড়া রোববার ভোর সোয়া ৪টায় সৌদি এয়ারলাইন্সের এসভি-৮০৩ ফ্লাইট, সাড়ে ৫টায় এসভি-৩৮৫১ ফ্লাইট, সকাল ৮টা ৮ মিনিটে এসভি-৩৮১৮ ফ্লাইট, সাড়ে ৯টায় এসভি-৩৮৫৩ ফ্লাইট, বেলা ১১টা ০৫ মিনিটে এসভি-৮০৫ ফ্লাইট, দুপুর ১২টায় এসভি-৩৮২০ ফ্লাইট এবং আড়াইটায় এসভি-৩৮২২ ফ্লাইটে ৪১৯ জন করে হজযাত্রী জেদ্দার উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন।

প্রথম দিন শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের দুটি ফ্লাইটে সরকারি ব্যবস্থাপনায় ৮২৩ জন এবং সৌদি এয়ারলাইন্সের পাঁচটি ফ্লাইটে বেসরকারি ব্যবস্থাপনায় মোট এক হাজার ৫৪৮ হজযাত্রী সৌদি আরব পৌঁছান। ঢাকা ও জেদ্দা হজ অফিস সূত্রে এ তথ্য জানা গেছে।

উল্লেখ্য, চলতি বছর সরকারি ব্যবস্থাপনায় ছয় হাজার ৭৯৮ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় এক লাখ ২০ হাজারসহ মোট এক লাখ ২৬ হাজার ৭৯৮ বাংলাদেশি হজ পালন করবেন।

চলতি হজ মৌসুমে বাংলাদেশসহ বিশ্বের বিভিন্ন দেশ থেকে মোট ২০ লাখেরও বেশি হজযাত্রী ছয় হাজার ৭২টি ফ্লাইটে সৌদি আরবে অবতরণ করবেন। এর মধ্যে তিন হাজার ৩৮৩টি জেদ্দায় এবং মদিনা বিমানবন্দরে দুই হাজার ৬৮৯টি ফ্লাইট অবতরণ করবে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *