পাথেয় টোয়েন্টিফোর ডটকম : লাখাই উপজেলার স্বজনগ্রামের বাঙ্গালপাড়া হাটির পাশে জলাশয়ের পানিতে ডুবে বাকপ্রতিবন্ধি দুই বোন মর্মান্তিক ভাবে মৃত্যু বরণ করেছে।
জানা যায়, বুধবার (৪ সেপ্টেম্বর) বিকালে ওই গ্রামের সাধু মিয়ার দুই মেয়ে তাহমিনা (১৭) ও সোনিয়া (১৫) নিকটস্থ জলাশয়ে গোসল করতে নামে। এক পর্যায়ে তারা দুজনই পানিতে ডুবে নিখোঁজ হয়। পরে স্থানীয়রা মৃতদেহ উদ্ধার করে স্থানীয় ইউপি চেয়ারম্যান আরিফ আহম্মদ রুপন’কে খবর দেন।
ইউপি চেয়ারম্যান জানান, তিনি বিষয়টি লাখাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল খায়েরকে অবহিত করেন।
নিহত কিশোরীদের চাচা আঞ্জব আলী জানান, বুধবার সন্ধ্যায় দুই বোনকে দাফন করা হয়েছে।
লাখাই থানার ওসি আবুল খায়ের বিষয়টি নিশ্চিত করেছেন।