হাইকোর্টের সামনে বাসে আগুন

হাইকোর্টের সামনে বাসে আগুন

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : বিএনপি-জামায়াতের ডাকা অবরোধ কর্মসূচির প্রথম দিনে রাজধানীর হাইকোর্ট মোড়ে কদম ফোয়ারার সামনে বঙ্গবন্ধু এভিনিউ পরিবহনের সামনে একটি বাসে আগুন দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (৩১ অক্টোবর) বিকাল সাড়ে ৩টার দিকে এ ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শী সংবাদকর্মী শিমুল পারভেজ বলেন, ‘বিকাল সাড়ে ৩টার দিকে প্রেসক্লাব হয়ে মৎস ভবনের দিকে যাচ্ছিলাম। হঠাৎ একটি গাড়ি দাউদাউ করে জ্বলতে দেখি। ফায়ার সার্ভিসে খবর দিলে প্রায় ১৫ মিনিট পর তারা এসে আগুন নেভায়।’

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স অধিদফতরের ভারপ্রাপ্ত কর্মকর্তা শাজাহান বলেন, ‘কে কারা রাজধানীর হাইকোর্টের সামনে বাসে আগুন দিয়েছে। খবর পেয়ে বিকাল সাড়ে ৩টার পর আমাদের একটি ইউনিট সেখানে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। ’

গাড়ির চালক মুজিবর রহমান বলেন, ‘পুরানা পল্টন মোড় থেকে চার-পাঁচ জন যুবক বাসে ওঠেন। তারপর তারা প্রেসক্লাবের সামনে এসে নেমে যায়। তারা নেমে যাওয়ার পর যাত্রীরা আমাকে বলে, ওরা (যুবকরা) বাসে কোনও পাউডার রেখে গেছে। এ সময় যাত্রীরা আমাকে নেমে যেতে বলে এবং যাত্রীরাও নেমে যায়। তারপরই বাসে আগুন ধরে যায়। ’

বাসে আনুমানিক ১৮ থেকে ২০ জন যাত্রী ছিল বলে জানিয়েছেন বাস চালক মুজিবর রহমান। তবে কোনও হতাহতের খবর পাওয়া যায়নি।

কদম ফোয়ারা মোড়ে দায়িত্বরত পুলিশের এএসআই শাহ আলম বলেন, ‘আমরা এখানে ছিলাম না। প্রেসক্লাবের সামনে থেকে বাসে ধোয়া উড়তে উড়তে এদিকে এসে আগুন ধরে যায়। পরে ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে আনে। শাহবাগ থানা থেকে এসে বাস নিয়ে যাওয়া হয়েছে।’

বাসের পাশাপাশি চালক, হেলপার ও হাইকোর্ট এলাকার ভাসমান এক যুবককে আটক করে শাহবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

সূত্র: বাংলা ট্রিবিউন

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *