পাথেয় টোয়েন্টিফোর ডটকম : রাজধানীর হাজারীবাগে ছিনতাইকারীর ছুরিকাঘাতে অজ্ঞাতপরিচয় (২০) এক যুবক নিহত হয়েছেন।
সোমবার দিবাগত রাত ৩টার দিকে হাজারীবাগ বারইখালী ডেন্টাল রোডে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় পথচারীরা তাকে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতালের জরুরি বিভাগে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মঙ্গলবার (৩ সেপ্টেম্বর) এ তথ্য নিশ্চিত করে পুলিশ।
ওই যুবককে হাসপাতালে নিয়ে আসা পথচারী মো. সুমন জানান, রাতে ডেন্টাল রোডে অটোরিকশাচালককে ধরে চারজন ছিনতাইকারী ধস্তধস্তি করছিলেন। এক পর্যায়ে এক যুবক তার বুকে ছুরিকাঘাত করেন। এ সময় চিৎকার শুনে দৌড়ে গেলে চারজনই পালিয়ে যান। পরে আহত অবস্থায় তাকে হাসপাতালে নিয়ে এলে মারা যায়।
ঢামেক হাসপাতালের পুলিশ ক্যাম্পের ইনচার্জ (পরিদর্শক) মো. বাচ্চু মিয়া জানান, হাজারীবাগ থেকে ওই যুবককে পথচারীরা গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নিয়ে এলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। পথচারীরা জানান, ওই যুবক অটোরিকশাচালক। ছিনতাইকারীর ছুরিকাঘাতে তার মৃত্যু হয়েছে। ওই যুবকের পরিচয় পাওয়া যায়নি। মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে রাখা হয়েছে।