হায়দ্রাবাদের আলেম বেলাল কাসিমীর ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

হায়দ্রাবাদের আলেম বেলাল কাসিমীর ইন্তেকালে মাহমুদ মাদানীর শোক

পাথেয় রিপোর্ট : ভারতের তেলঙ্গানা রাজ্যের হায়দ্রাবাদের প্রসিদ্ধ আলেমে দ্বীন ও জমিয়তে উলামা হিন্দ হায়দ্রাবাদের জেলা সভাপতি মুফতি বেলাল কাসিমীর ইন্তেকালের পর জমিয়তে উলামা হিন্দের জেনারেল সেক্রেটারি মাওলানা মাহমুদ মাদানী গভীর দুঃখ প্রকাশ করে শোকবার্তায় বলেন, মুফতি বেলাল কাসিমী ভারতের অনেক বড় ও প্রসিদ্ধ আলেম ছিলেন। তালীম-তাদরিসের পাশাপাশি জমিয়তে উলামা হিন্দের সকল কার্যক্রমে তিনি অগ্রগামী ছিলেন।

মাওলানা মাদানী বলেন, মুফতি বেলাল কাসিমী অত্যন্ত সৎ মানুষ এবং উত্তমচরিত্রের অধিকারী ছিলেন, ইসলামের প্রচার-প্রসার ও মানুষের কল্যাণে নিবেদিত প্রাণ হয়ে কাজ করতেন। জমিয়তে উলামা হিন্দের কার্যক্রমে তাঁর অবদান রয়েছে।

১ আগস্টে আখবারে মাশরিকের প্রকাশিত খবরে জানা যায়, মুফতি বেলাল কাসিমী ভারতের হায়দ্রাবাদের প্রসিদ্ধ দ্বীনি শিক্ষা প্রতিষ্ঠান জামিআ নাসরুল উলুমের মুহতামিম ও প্রধান মুফতি ছিলেন। আর এদিকে ভারতে প্রখ্যাত আলেম মুফতি সালমান মানসুরপুরী তাঁর জানাযার নামাজের ইমামতি করেন।

মাওলানা মাদানী বলেন, আমি নিজে মুফতি বেলাল কাসিমীর জন্যে মাগফিরাতের দুআ করছি। সকল মসজিদ-মাদ্রাসায় কুরআন শরীফ খতম ও অন্যান্য আমলে করে ইসালে সওয়াব পাঠিয়ে মুফতি বেলাল কাসিমীর জন্যে মাগফিরাতের দুআ করার আহ্বান জানান তিনি।

মাওলানা সালিম কাসিমী মাদ্রাসা ফারুকুল উলুম সাহরানপুরে শোকবার্তায় বলেন, মুফতি বেলাল কাসিমী প্রভাবশালী ও ব্যক্তিশীল আলেম ছিলেন। তালীম-তাদরিসের মধ্যে দিয়েই তাঁর জীবন অতিবাহিত হয়েছে। তাঁর পরিবারে সবাইকে ধৈর্য ধারনের কথা বলেন তিনি।

মাদ্রাসা ফারুকুল উলুমে কুরআন খতম ও অন্যান্য আমল করে ইসালে সওয়াব পাঠিয়ে বেলাল কাসিমীর রূহের মাগফিরাতের জন্যে দুআ করা হয়।


অনুবাদ ও গ্রন্থনা : আদিল মাহমুদ
সূত্র : জমিয়তে উলামা হিন্দ, ডেইলি আখবারে মাশরিক, দিল্লী।
সম্পাদনা : মাসউদুল কাদির

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *