হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গড়তে আল্লামা মাসঊদের আহ্বান

হিংসা বিদ্বেষ মুক্ত সমাজ গড়তে আল্লামা মাসঊদের আহ্বান

পাথেয় রিপোর্ট ● হিংসা ও বিদ্বেষ ভুলে গিয়ে সুস্থ ও সুস্থ সমাজ গড়ার প্রত্যয় গ্রহণের আহ্বান জানিয়েছেন বাংলাদেশ জমিয়তুল উলামার চেয়ারম্যান ও ঐতিহাসিক শোলাকিয়ার গ্র্যান্ড ইমাম শাইখুল হাদিস আল্লামা ফরীদ উদ্দীন মাসঊদ। তিনি বলেন, আমাদের সমাজ হিংসায় জ্বলে যাচ্ছে। বিদ্বেষের বাষ্প আমাদের প্রতিনিয়ত গ্রাস করছে। কুকুরের মতো অনুভূতি শক্তিও আমাদের নেই। কুকুর কখনোই লাঠি বা ইটপাটকেলের উপর আক্রমণ করে না। ইটবাহককে আঘাতের চেষ্টা করে।

নিজেদের দৃষ্টিভঙ্গিকে গাইরুল্লাহ ফিরিয়ে আল্লাহমুখী করার আহ্বান জানিয়ে আল্লামা মাসঊদ বলেন, আমরা যদি সত্যিকার অর্থেই আল্লাহর দিকে ফিরতে পারি তখন সমাজ হবে শান্তির।

মানুষ শান্তির পিছনে দৌড়াচ্ছে দাবি করে আল্লামা মাসঊদ বলেন, প্রকৃতপক্ষে আল্লাহর প্রিয় যে সে কখনোই শান্তিবিরোধী হতে পারে না। পিয়ারে হাবিবের উম্মত হওয়া সত্ত্বেও আমরা আল্লাহর সাহায্য ও রহমতকে সঙ্গী বানাতে পারি না।

শুক্রবার বিকালে রাজধানীর ইকরা বাংলাদেশ মিলনায়তনে দুদিন ব্যাপী ঢাকা ইসলাহী ইজতেমার উদ্বোধনী ভাষণে আল্লামা মাসঊদ এসব কথা বলেন।

মাগরিবের পর আলোচনা পেশ করেন ভারতের মুরাদাবাদের প্রধান মুফতি আওলাদে রাসূল সালমান মনসুরপুরী।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *