হিন্দু পণ্ডিতের কবিতায় মহানবীর গুণগান

হিন্দু পণ্ডিতের কবিতায় মহানবীর গুণগান

ওয়ার্ল্ড ডেস্ক : গরু জবাই থেকে শুরু করে বিভিন্ন ইস্যুতে যখন ধর্মীয় অসহিষ্ণুতা চলছে ভারতে, তখন ইসলাম ধর্মের শেষ নবী হজরত মুহম্মদ (সা.)-এর গুণগান গেয়ে চলেছেন এক হিন্দু পণ্ডিত।

মুম্বাইয়ের বাসিন্দা পণ্ডিত রাম সাগর পৃথ্বিপাল ত্রিপাঠী। তার পরিবার রামলীলা বিন্যাসের পৃষ্ঠপোষক ও অযোধ্যার রাম মন্দিরের ট্রাস্টি। ৬৮ বছর বয়সী ত্রিপাঠী নিজেকে কবিতার মাধ্যমে পরিচিত করেছেন।

তার কবিতায় আসছে স্রষ্টার প্রশস্তির সঙ্গে মহানবীর প্রশংসা। টাইমস অব ইন্ডিয়াকে ত্রিপাঠী বলেন, ‘নবী মুহম্মদ শুধু মুসলিমদের নন, তিনি বিশ্ব মানবতার।

 

_Patheo/106/sb

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *