১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : তথ্যমন্ত্রী

১২ দেশে বাংলাদেশের পোশাক প্রত্যাহারের সংবাদ ভুল : তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রসহ বিশ্বের ১২ দেশের বাজার থেকে বাংলাদেশের তৈরি বিভিন্ন ব্র্যান্ডের পোশাক তুলে নেওয়া হচ্ছে বলে প্রতিবেদন প্রকাশ করেছে একটি জাতীয় দৈনিক। সংবাদটিকে “ভুল” বলে উল্লেখ করেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাছান মাহমুদ। এমন “ভুল সংবাদের” জন্য সেই পত্রিকাটির কাছে জবাবদিহিতা চাওয়া হবে বলে জানিয়েছেন তিনি।

রবিবার (৫ নভেম্বর) সচিবালয়ে নিজ দপ্তরে সমসাময়িক বিষয় নিয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

এ সময় বিএনপির অবরোধ কর্মসূচি নিয়ে তথ্যমন্ত্রী বলেন, “বিএনপির কর্মসূচি ঘোষণা, আর নিষিদ্ধ সংগঠনের কর্মসূচি ঘোষণার মধ্যে কোনো পার্থক্য নেই। তারা তালেবান-ইসরায়েল স্টাইলে হামলা চালাচ্ছে। তারা এখন অনলাইনে কর্মসূচি দিচ্ছে।”

বিএনপি অবরোধের নামে মানুষের জানমালের ওপর হামলা চালাচ্ছে উল্লেখ করে তিনি বলেন, “ইসরায়েলি বাহিনী গাজায় হামলা করছে, একইরকমভাবে বিএনপি-জামায়াত হামলা চালাচ্ছে।”

তিনি বলেন, “বিএনপি গাজায় হামলা-বর্বরতা নিয়ে এখন পর্যন্ত একটি শব্দও উচ্চারণ করেনি। বিএনপি এখন আর রাজনৈতিক দল নাই, তারা সন্ত্রাসী দল হিসেবে পরিচিত হয়ে গেছে। এই সন্ত্রাসী দলকে আইনের আওতায় আনতে সরকার বদ্ধপরিকর।”

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *