১৭ বছর পর বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু

১৭ বছর পর বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট চালু

পাথেয় টোয়েন্টিফোর ডটকম : ১৭ বছর পর চালু হলো বাংলাদেশ-জাপান সরাসরি ফ্লাইট। হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ঢাকা-নারিতো-ঢাকা সরাসরি ফ্লাইট চালু করেছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

শুক্রবার (১ সেপ্টেম্বর) বাংলাদেশ সময় রাত পৌনে ১২টায় যাত্রা শুরু করে ফ্লাইটটি। সেটি জাপানি সময় শনিবার সকাল সোয়া ৯টার দিকে নারিতা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছে।

এর আগে, উদ্বোধনী ফ্লাইট উপলক্ষে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের টার্মিনাল-২-এ এক অনাড়ম্বর অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন প্রতিমন্ত্রী মো. মাহবুব আলী।

বিমান বাংলাদেশ এয়ারলাইন্স জাপানের টোকিও রুটে ফ্লাইট চালু করে ১৯৭৯ সালে। এরপর ১৯৮১ সালে সাময়িক বিরতির পর ঢাকা-নারিতা রুটে প্রথম ফ্লাইট শুরু হয়। পরে বাণিজ্যিকভাবে লাভজনক না হওয়ায় ২০০৬ সালে জাপানের সঙ্গে বিমানের সরাসরি এই ফ্লাইট বন্ধ হয়ে যায়।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *