১৯ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসছে ইসি

১৯ নভেম্বর আইনশৃঙ্খলা বাহিনীর সঙ্গে বসছে ইসি

নিজস্ব প্রতিবেদক : রংপুর সিটি করপোরেশন নির্বাচন উপলক্ষে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীগুলোর সঙ্গে বৈঠকে বসছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৯ নভেম্বর ১১টায় আগারগাঁওয়ে নির্বাচন কমিশন সচিবালয়ের সম্মেলনকক্ষে এ বৈঠক অনুষ্ঠিত হবে। সভার সভাপতিত্ব করবেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কে এম নূরুল হুদা।

ইসি সূত্র জানায়, এরই মধ্যে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সংশ্লিষ্ট সবাইকে বৈঠকে উপস্থিত থাকার জন্য ইসি অনুরোধ জানিয়েছে। সভায় উপস্থিত থাকার জন্য ইসির পত্র পাঠানো হয়েছে মহাপুলিশ পরিদর্শক বাংলাদেশ, পুলিশ হেডকোয়ার্টার্স ঢাকা; মহাপরিচালক, বর্ডার গার্ড বাংলাদেশ; অতিরিক্ত মহাপুলিশ পরিদর্শক, স্পেশাল ব্রাঞ্চ (এসবি) ঢাকা; রংপুরের বিভাগীয় কমিশনার; রংপুর রেঞ্জের উপমহাপুলিশ পরিদর্শক; রংপুর জেলা প্রশাসক; সেক্টর কমান্ডার, বিজিবি, রংপুর সেক্টর, রংপুর; রংপুর পুলিশ সুপার; আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা, রংপুর ও রিটানিং অফিসার; অধিনায়ক, র‌্যাব-১৩ রংপুর; পরিচালক, আনসার ও বিডিপি, রংপুর রেঞ্জ রংপুর; জেলা নির্বাচন অফিসার, রংপুর ও সহকারী রিটার্নিং অফিসারের কাছে। আগামী ২১ ডিসেম্বর রংপুর সিটি করপোরেশন নির্বাচন অনুষ্ঠিত হবে। সিটি করপোরেশন ঘোষণার পর দ্বিতীয়বারের মতো এখানে ভোটগ্রহণ হচ্ছে।

Related Articles

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *